Ajker Patrika

পরশুরামে চুরি করে সব স্বর্ণালংকার মাকে দেন ছেলে: পুলিশ

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
Thumbnail image

ফেনীর পরশুরামে দুর্ধর্ষ চুরির ঘটনায় মো. তারেক (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার ও স্বর্ণালংকারসহ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে তারেককে শনাক্তের পর গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মো. তারেক পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে। চুরির ঘটনায় বাদী হয়ে গৌরাঙ্গ দেবনাথ রোববার রাতেই পরশুরাম থানায় একটি মামলা দায়ের করেন। আজ সোমবার (১০ জুন) দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পরশুরাম থানা-পুলিশ জানিয়েছে, গতকাল রোববার (৯ জুন) প্রবাসীর পরিবারের সদস্যরা চট্টগ্রামের সামাজিক একটি অনুষ্ঠানে গেলে দুপুরের দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারেক। কক্ষের তালা ও আলমারি ভেঙে সে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৮ লাখ ৬৮ হাজার টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। চুরি করে সব স্বর্ণালংকার তাঁর মাকে দেয় তারেক। মা আনোয়ারা বেগম সব স্বর্ণালংকার নিরাপদে রাখেন। রাতে মা-ছেলে বসে কথা বলার সময় পুলিশ গিয়ে ছেলেকে গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে একে একে সব স্বর্ণালংকার বের করে পুলিশের হাতে তুলে দেন মা আনোয়ারা বেগম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রোববার দুপুরে উপজেলা পরিষদের পেছনে কোলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘরের তালা ভেঙে ৮ লাখ ৬৮ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি যায়। ঘটনার সময় পরিবারের সদস্যরা কেউ ঘরে ছিল না।

পরশুরাম থানা-পুলিশ আরও জানায়, সিসিটিভির ভিডিও ফুটেজের সূত্র ধরে মো. তারেককে গ্রেপ্তার করে। কয়েকটি স্বর্ণালংকার ছাড়া বেশির ভাগ চোরাই মাল উদ্ধার করা হয়েছে। তারেকের কাছ থেকে পাঁচটি স্বর্ণের চেইন, দশটি আংটি, পাঁচটি কানের দুল, চারটি লকেট, দুটি নাকফুল এবং একটি স্বর্ণের প্রতিমার তাজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া রুপার এক জোড়া চুরি, একটি হাতের ব্রেসলেট, সাতটি নূপুর এবং একটি চেইন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসাইন খান বলেন, চুরির ঘটনায় সিসিটিভির ভিডিও ফুটেজের সূত্র ধরে তারেককে শনাক্ত করে রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত