উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আজ রোববার বিকেল ৫টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন আশপাশের বসতিতে ছড়িয়ে পড়ছে, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয় প্রশাসন ও সেখানে বসবাসরত স্থানীয় ও রোহিঙ্গারা সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার, আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ তৎপরতা অব্যাহত আছে।’
আগুন লাগার পরপরই নিরাপদ আশ্রয়ে যেতে ছোটাছুটি শুরু করেন ওই ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা। প্রত্যক্ষদর্শী ১৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিন বলেন, ‘আগুন দেখার পর পরিবার পরিজন নিয়ে আমরা বেরিয়ে এসেছি, আল্লাহ আমাদের রক্ষা করুক।’
রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান, উখিয়া টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের ৮টি টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৬ নম্বর ক্যাম্পের জি ব্লক থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লেখ্য, চলতি মাসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত ২ জানুয়ারি উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে। সে ঘটনায় হতাহত না হলেও পুড়ে যায় ৭০ শয্যাসহ হাসপাতালটি। এতে আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ ছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনায় ১০ হাজারের বেশি ঘর পুড়ে যায়। ১১ জনের প্রাণহানি ঘটে। ক্ষতিগ্রস্ত হয় দুই লক্ষাধিক রোহিঙ্গা।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আজ রোববার বিকেল ৫টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন আশপাশের বসতিতে ছড়িয়ে পড়ছে, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয় প্রশাসন ও সেখানে বসবাসরত স্থানীয় ও রোহিঙ্গারা সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার, আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ তৎপরতা অব্যাহত আছে।’
আগুন লাগার পরপরই নিরাপদ আশ্রয়ে যেতে ছোটাছুটি শুরু করেন ওই ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা। প্রত্যক্ষদর্শী ১৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিন বলেন, ‘আগুন দেখার পর পরিবার পরিজন নিয়ে আমরা বেরিয়ে এসেছি, আল্লাহ আমাদের রক্ষা করুক।’
রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান, উখিয়া টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের ৮টি টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৬ নম্বর ক্যাম্পের জি ব্লক থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লেখ্য, চলতি মাসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত ২ জানুয়ারি উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে। সে ঘটনায় হতাহত না হলেও পুড়ে যায় ৭০ শয্যাসহ হাসপাতালটি। এতে আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ ছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনায় ১০ হাজারের বেশি ঘর পুড়ে যায়। ১১ জনের প্রাণহানি ঘটে। ক্ষতিগ্রস্ত হয় দুই লক্ষাধিক রোহিঙ্গা।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৬ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
১২ মিনিট আগেজামালপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে সদর উপজেলার নরুন্দির আড়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেরাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, ছাত্রত্ব ও সনদপত্র বাতিল করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্বজিৎ শীল, সাইদুজ্জামান পাপ্পু, জাহাঙ্গীর আলম অপু, মহিউদ্দিন মুন্না, হাসু দেওয়ান, আকিব মাহমুদ, আবির, অন্তু কান্তি দে, জাকির...
২ ঘণ্টা আগে