Ajker Patrika

হাতিয়ায় ঘাট দখলের চেষ্টা, পুলিশের সঙ্গে গোলাগুলির পর আটক ৬

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ০১
হাতিয়ায় ঘাট দখলের চেষ্টা, পুলিশের সঙ্গে গোলাগুলির পর আটক ৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশের সঙ্গে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ‘আব্দুর রউফ বাহিনীর’ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ছয় সন্ত্রাসীকে আটক করেছে। গতকাল শনিবার ভোরে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শনিবার ভোরে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। তিন শতাধিক সদস্য নিয়ে টাংকির বাজারে আক্রমণ চালায় তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে আব্দুর রউফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। পরে তারা পুলিশের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ছয় সন্ত্রাসীকে আটক করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ভোরে হাতিয়ার টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। সেখানে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ রউফ বাহিনীর ছয় সদস্যকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হাতিয়ার টাংকি ঘাট দখল করে ব্যবসা করে আসছেন আবদুর রউফ। হাতিয়ার সঙ্গে রামগতি উপজেলার সীমানা বিরোধ মীমাংসা হওয়ার পর তিনি এই ঘাট ছেড়ে যেতে বাধ্য হন। এরপর থেকে তিনি একাধিকবার এই ঘাট দখলের চেষ্টা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত