কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে জি-থ্রি রাইফেল, গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যলভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শুক্রবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে এ ঘটনা ঘটে।
আটক নুরুল ইসলাম (৪৫) তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের গুলা হোসেনের ছেলে। তাঁকে আটকের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আমির জাফর।
আমির জাফর বলেন, আজ শুক্রবার ভোরে উখিয়ার তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে কতিপয় সশস্ত্র ব্যক্তি অবস্থান করার খবরে এপিবিএনের একটি দল অভিযানে যায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক চার-পাঁচ ব্যক্তি এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে গোপন একটি আস্তানায় তল্লাশি চালিয়ে বিদেশি একটি জি-৩ রাইফেল ও ১০টি গুলি উদ্ধার করা হয় বলে জানান এপিবিএনের অধিনায়ক।
আমির জাফর বলেন, ‘আটক নুরুল ইসলাম মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এ বিষয়ে উখিয়া থানায় মামলা করা হয়েছে।’
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে জি-থ্রি রাইফেল, গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যলভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শুক্রবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে এ ঘটনা ঘটে।
আটক নুরুল ইসলাম (৪৫) তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের গুলা হোসেনের ছেলে। তাঁকে আটকের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আমির জাফর।
আমির জাফর বলেন, আজ শুক্রবার ভোরে উখিয়ার তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে কতিপয় সশস্ত্র ব্যক্তি অবস্থান করার খবরে এপিবিএনের একটি দল অভিযানে যায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক চার-পাঁচ ব্যক্তি এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে গোপন একটি আস্তানায় তল্লাশি চালিয়ে বিদেশি একটি জি-৩ রাইফেল ও ১০টি গুলি উদ্ধার করা হয় বলে জানান এপিবিএনের অধিনায়ক।
আমির জাফর বলেন, ‘আটক নুরুল ইসলাম মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এ বিষয়ে উখিয়া থানায় মামলা করা হয়েছে।’
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
৫ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
৫ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
৫ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি...
৮ ঘণ্টা আগে