সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। গতকাল ৩০ অক্টোবর বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। অবশ্য এতে মেয়াদোত্তীর্ণ হওয়াকে কমিটি বিলুপ্তের কারণ হিসেবে দেখানো হয়।
কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফেনী জেলা শাখার অধীনস্থ উপজেলার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় একে বিলুপ্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি দেওয়া হবে বলেও জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদিত করেছেন বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদল কর্মী মিরাজ ও রায়হানের ওপর কলেজ ক্যাম্পাসে হামলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূইয়ার অনুসারীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। খুরশিদ আলম ভূইয়ার অনুসারী সোনাগাজী কলেজ ছাত্রদলের সদস্যসচিব জিহাদের সভাপতিত্বে পৌর শহরে ২৯ অক্টোবর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে খুরশিদ আলম ভূইয়া প্রকাশ্যে তার কর্মীর ওপর হামলাকারীদের পেটানোর ঘোষণা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে হামলার শিকার দুই ছাত্রদল কর্মীর করা মামলায় সেন্টুর অনুসারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াসকে আসামি করা হয়। এর প্রতিবাদে ৩০ অক্টোবর বিকেলে সোনাগাজী পৌর শহরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। সেনাবাহিনীর একাধিক টিম আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ছাত্রদলের দুপক্ষই একে অপরকে দোষারোপ করে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার সংবাদ ছড়িয়ে পড়ার পর ৩০ অক্টোবর রাতে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।
সোনাগাজী পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিংকুর সঙ্গে কমিটি বিলুপ্ত বিষয়টি জানতে মোবাইল ফোনে কল করা হলে তিনি আজকের পত্রিকাকে এর সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০২১ সালে মঈনুল ইসলাম রাসেলকে আহ্বায়ক ও নুর আলম সোহাগকে সদস্যসচিব করে সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছিল জেলা ছাত্রদল। এদের মধ্যে রাসেল এখন প্রবাসে অবস্থান করছেন।
ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। গতকাল ৩০ অক্টোবর বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। অবশ্য এতে মেয়াদোত্তীর্ণ হওয়াকে কমিটি বিলুপ্তের কারণ হিসেবে দেখানো হয়।
কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফেনী জেলা শাখার অধীনস্থ উপজেলার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় একে বিলুপ্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি দেওয়া হবে বলেও জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদিত করেছেন বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদল কর্মী মিরাজ ও রায়হানের ওপর কলেজ ক্যাম্পাসে হামলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূইয়ার অনুসারীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। খুরশিদ আলম ভূইয়ার অনুসারী সোনাগাজী কলেজ ছাত্রদলের সদস্যসচিব জিহাদের সভাপতিত্বে পৌর শহরে ২৯ অক্টোবর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে খুরশিদ আলম ভূইয়া প্রকাশ্যে তার কর্মীর ওপর হামলাকারীদের পেটানোর ঘোষণা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে হামলার শিকার দুই ছাত্রদল কর্মীর করা মামলায় সেন্টুর অনুসারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াসকে আসামি করা হয়। এর প্রতিবাদে ৩০ অক্টোবর বিকেলে সোনাগাজী পৌর শহরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। সেনাবাহিনীর একাধিক টিম আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ছাত্রদলের দুপক্ষই একে অপরকে দোষারোপ করে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার সংবাদ ছড়িয়ে পড়ার পর ৩০ অক্টোবর রাতে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।
সোনাগাজী পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিংকুর সঙ্গে কমিটি বিলুপ্ত বিষয়টি জানতে মোবাইল ফোনে কল করা হলে তিনি আজকের পত্রিকাকে এর সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০২১ সালে মঈনুল ইসলাম রাসেলকে আহ্বায়ক ও নুর আলম সোহাগকে সদস্যসচিব করে সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছিল জেলা ছাত্রদল। এদের মধ্যে রাসেল এখন প্রবাসে অবস্থান করছেন।
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
১৬ মিনিট আগেসাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
৩২ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
১ ঘণ্টা আগে