Ajker Patrika

১০ বছর পালিয়ে ছিলেন নাশকতা মামলার আসামি জামায়াত নেতা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১০: ০৫
১০ বছর পালিয়ে ছিলেন নাশকতা মামলার আসামি জামায়াত নেতা

গ্রেপ্তার এড়াতে ১০ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার হয়েছেন নাশকতাসহ ১৬ মামলার আসামি জামায়াত নেতা মো. আজাদ (৪৫)। আজ শুক্রবার ভোরে উপজেলার পৌর সদরের পশ্চিম আমিরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সীতাকুণ্ডের পূর্ব আমিরাবাদ এলাকার মৃত মীর হোসেনের ছেলে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার। তিনি বলেন, ‘গ্রেপ্তার আজাদ একসময় শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিগত ১৩-১৪ সালে মহাসড়কে নাশকতাসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি। ওই সময়ে তাঁর বিরুদ্ধে মহাসড়কে নাশকতাসহ নানা অপরাধের ঘটনায় ১৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া দুটি মামলায় তাঁর সাজার রায় ঘোষণা করা হয়েছে।’ 

এসআই রাজীব আরও বলেন, ‘মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে জামায়াত নেতা আজাদ ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ (শুক্রবার) তাঁর অবস্থান নিশ্চিতের পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত