Ajker Patrika

চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেলে নিজ বাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৫ আগস্টপরবর্তী সময়ে হওয়া একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি তিনি। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, ‘৫ আগস্টের পর এলাকায় তাঁর যাতায়াত ছিল। ঈদের সময়ও তিনি বাড়িতে ছিলেন। খবর পেয়ে তাঁকে আমরা গ্রেপ্তার করে আদালতে চালান করে দিয়েছি।’

জানা গেছে, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হকের মৃত্যুর কারণে ওই কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করা হয়। ঘোষণা করা শূন্য পদে উপনির্বাচনে হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচিত হয়েছিলেন। পরে ২০২১ সালে সিটি করপোরেশন নির্বাচনে একই ওয়ার্ড থেকে ঘুড়ি মার্কায় দলীয় মনোনয়ন পান তিনি। তবে ওই সময় বিজয়ী হয়েছিলেন যুবলীগ নেতা বিদ্রোহী প্রার্থী মোর্শেদ আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত