নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাগরে লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে আজ রোববার ভোর থেকে বৃষ্টি হচ্ছে। তাতে নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়ক তলিয়ে গেছে। ফলে যানবাহনের গতি কমে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে আজ শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এমনকি ঘুরপথে যেতে হয় বলে অনেকের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেরি হয়ে যায়।
আজ রোববার ভোর থেকে শুরু হয় হালকা থেকে মাঝারি টানা বৃষ্টি। তিন ঘণ্টার বৃষ্টিতে (ভোর ৬টা থেকে সকাল ৯টা) চট্টগ্রামে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তাতে সাধারণ অফিসগামী মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়ে পরীক্ষার্থীরা।
বৃষ্টি ও জলাবদ্ধতার কবলে পড়ে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেকে। নির্ধারিত সময় পেরিয়ে আধা ঘণ্টা পরও নগরের কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজ কেন্দ্রে ১০ মিনিট দেরিতে যায় ওয়াসিম চৌধুরী নামের এক শিক্ষার্থী। সে বলে, ‘রাহাত্তারপুল থেকে এসেছি। সড়কে পানি উঠেছে, কোনো যানবাহনও ছিল না। পানি মাড়িয়ে হেঁটে হেঁটে আসতে গিয়ে দেরি হয়েছে।’
এবার চট্টগ্রামে ২৮৭টি কলেজের ১১৫টি কেন্দ্রে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট ১ লাখ ৬ হাজার ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে; যার মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৫৩২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ২২৫ জন আর ৪৬ হাজার ২৭৩ জন মানবিক বিভাগের।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল শনিবার রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত নগরে ৫৮ দশমিক ৬ মিলিমিটার এবং আজ রোববার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
এদিকে ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে জানিয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান বলেন, ‘বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় তিন দিন ধরে টানা বৃষ্টি অব্যাহত ছিল। ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে। তবে যেহেতু এখনো ৩ নম্বর সিগন্যাল আছে, তাই ভারী বৃষ্টি হলেই এ সময় কোথাও কোথাও পাহাড়ধসেরও ঝুঁকি রয়েছে।’
সাগরে লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে আজ রোববার ভোর থেকে বৃষ্টি হচ্ছে। তাতে নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়ক তলিয়ে গেছে। ফলে যানবাহনের গতি কমে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে আজ শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এমনকি ঘুরপথে যেতে হয় বলে অনেকের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেরি হয়ে যায়।
আজ রোববার ভোর থেকে শুরু হয় হালকা থেকে মাঝারি টানা বৃষ্টি। তিন ঘণ্টার বৃষ্টিতে (ভোর ৬টা থেকে সকাল ৯টা) চট্টগ্রামে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তাতে সাধারণ অফিসগামী মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়ে পরীক্ষার্থীরা।
বৃষ্টি ও জলাবদ্ধতার কবলে পড়ে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেকে। নির্ধারিত সময় পেরিয়ে আধা ঘণ্টা পরও নগরের কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজ কেন্দ্রে ১০ মিনিট দেরিতে যায় ওয়াসিম চৌধুরী নামের এক শিক্ষার্থী। সে বলে, ‘রাহাত্তারপুল থেকে এসেছি। সড়কে পানি উঠেছে, কোনো যানবাহনও ছিল না। পানি মাড়িয়ে হেঁটে হেঁটে আসতে গিয়ে দেরি হয়েছে।’
এবার চট্টগ্রামে ২৮৭টি কলেজের ১১৫টি কেন্দ্রে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট ১ লাখ ৬ হাজার ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে; যার মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৫৩২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ২২৫ জন আর ৪৬ হাজার ২৭৩ জন মানবিক বিভাগের।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল শনিবার রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত নগরে ৫৮ দশমিক ৬ মিলিমিটার এবং আজ রোববার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
এদিকে ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে জানিয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান বলেন, ‘বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় তিন দিন ধরে টানা বৃষ্টি অব্যাহত ছিল। ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে। তবে যেহেতু এখনো ৩ নম্বর সিগন্যাল আছে, তাই ভারী বৃষ্টি হলেই এ সময় কোথাও কোথাও পাহাড়ধসেরও ঝুঁকি রয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার রাস্তাটিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে টানা কয়েকদিনের বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হয়। এতে করে
১ ঘণ্টা আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাস্তি পাচ্ছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এসব হামলার তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ করা ১০২ জনের শাস
১ ঘণ্টা আগেময়মনসিংহে নির্মিত হচ্ছে বহুল প্রত্যাশিত হাই-টেক পার্ক। তবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের জেরে গত বছরের ৫ আগস্টের পর থমকে যায় প্রকল্পের কাজ। সাত মাস বন্ধ থাকার পর এখন ধীরগতিতে চলছে পার্কটির নির্মাণ। ইতিমধ্যে এক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পর আরেক দফা বৃদ্ধির আবেদন করা হয়েছে। তবে পুরোদমে কাজ শুরু করা না
১ ঘণ্টা আগেএকপশলা বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় বেনাপোল স্থলবন্দরে। টানা বৃষ্টি হলে তো কথাই নেই। পণ্যাগারে পানি ঢুকে নষ্ট হয় শত শত কোটি টাকার আমদানি পণ্য। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা, ভোগান্তি বাড়ে শ্রমিকদের।
২ ঘণ্টা আগে