Ajker Patrika

আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ভোট কারচুপি করে আ. লীগ ক্ষমতায়: রুমিন ফারহানা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ২১: ২০
আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ভোট কারচুপি করে আ. লীগ ক্ষমতায়: রুমিন ফারহানা

আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ভোট কারচুপি করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা মো. নয়ন মিয়ার (২৫) পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় রুমিন ফারহানা বলেন, ‘আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ভোট কারচুপি করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আবারও নতুন করে ক্ষমতায় আসতে চায়। আমাদের হাজার হাজার নেতা-কর্মীকে হামলা মামলা করেছে, পুলিশ দিয়ে হত্যা করেছে। নয়নের হত্যার বিচার এই মাটিতে হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ দিয়ে আমাদের নেতা-কর্মীকে দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ সরকারের নির্দেশে আমার ভাইয়ের ওপর পুলিশ গুলি চালিয়েছে। আমরা তাদেরকে বিচারের আওতায় আনব।’

বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি নিহত নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

এ সময় বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের বিএনপি কর্মীরা যখন সবাই একত্রিত হয়, পুলিশেরা তখন থরথরিয়ে কাঁপতে থাকে। তাই আমাদের আন্দোলনের প্রয়োজন। জনশক্তির ওপরে কোনো শক্তি নেই।’

বাঞ্ছারামপুর আহ্বায়ক কমিটির সদস্য কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, ‘আমি নয়নের পরিবারের দায়িত্ব নিয়েছি। নয়নের ছোট একটি বাচ্চা আছে। যত দিন পর্যন্ত বড় না হবে সব লেখা পড়ার দায়িত্ব আমি নিব।’

এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ খালেক, বাঞ্ছারামপুর উপজেলার আহ্বায়ক  লিকতআলী ফরিদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, সদস্যসচিব এ. কে এম মুছা, কেন্দ্র স্বেচ্ছাসেবক প্রচার সম্পাদক মো. আনিসুর রহমান সুজন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন, জেলা ছাত্রদলের সভাপতি ফুজায়েল, সাধারণ সম্পাদক মহসিন হৃদয়।

বিএনপি নেতা-কর্মীরা নিহত মো. নয়নের মিয়া পরিবারকে দেখতে গিয়ে ২ লাখ টাকার চেক তাঁর পরিবারের হাতে তুলে দিন। এ সময়  উপস্থি

নিহত নয়নের পরিবারের হাতে দুই লাখ টাকার চেক দেওয়ার পর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে রুমিন ফারহানা

ত ছিলেন ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির হাজার হাজার নেতা-কর্মীরা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি মো. নয়ন মিয়া পুলিশের গুলিতে নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত