Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় সপরিবারে দুর্ঘটনার কবলে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৩, ২০: ৪৫
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখর ও তাঁর পরিবারের সদস্যদের বহনকারী প্রাইভেট কারের সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হলেও তিনিসহ তাঁর পরিবারের সদস্যরা অক্ষত আছেন। 

আজ শুক্রবার দুপুরে দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রাইভেট কারটিতে ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখর, তাঁর স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, মেয়ে হুদা আব্বাস খোখর, ছেলে মোহাম্মদ খোখর ছিলেন। এ ঘটনায় বাসের চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। 

চালক সাইফুল হবিগঞ্জ জেলার মো. শফিকুল ইসলামের ছেলে। 

হাইওয়ে পুলিশ জানান, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখর নিজে প্রাইভেট কার চালিয়ে পরিবার নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। দুপুরে মহাসড়কের রামপুর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোকাল দুরন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেলেও ডেপুটি হাইকমিশনার ও তাঁর পরিবারের সদস্যরা অক্ষত আছেন। 

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল বিশ্বাস বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। কিছু সময় তাঁরা থানায় অবস্থান করে শ্রীমঙ্গল চলে গেছেন। বাসটিকেও জব্দ করা হয়েছে। 

ওসি আরও বলেন, পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাইকমিশনার ও তাঁর পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশে রওনা দেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত