চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরে আহত সাংবাদিক মোশাররফ শাহর কানের পর্দা ফেটে গেছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন।
এ ছাড়া ওই দিনের হামলার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আহত সাংবাদিক প্রথম আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কানের পর্দা ফেটে যাওয়ার কারণে তিনি কিছুটা কম শুনতে পাচ্ছেন। তাঁকে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন।’
এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম আলোর প্রতিনিধি মোশাররফ শাহকে মারধর করার অভিযোগ উঠে ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মীদের বিরুদ্ধে। আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে থেকে পরীক্ষা: বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা চলমান। আগামীকাল মঙ্গলবার ৪০৮ নম্বর কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। হাসপাতালে ভর্তি থাকায় মোশাররফ হাসপাতালে থেকে পরীক্ষা অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
মোশাররফ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের কারণে আমার বাম কানের পর্দা ফেটে গেছে। হাত ও শরীরে প্রচণ্ড ব্যথা। তবুও আমি ভেবেছিলাম কষ্ট করে হলেও ক্যাম্পাসে গিয়ে পরীক্ষায় অংশ নেব। কিন্তু ডাক্তার এখানে থেকে পরীক্ষা দিতে বলেছেন। আমি বিভাগে আবেদন করেছি। হাসপাতালের বেডে থেকেই আগামীকালের পরীক্ষা দেব।’
বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি রওশন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মোশাররফ দরখাস্ত দিয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি হাসপাতালের বেডে থেকে পরীক্ষা দেবেন।’
তদন্ত কমিটি গঠন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংবাদিক মোশাররফ শাহ, সমাজতত্ত্ব বিভাগের জোবায়ের হোসেন তুষারকে কুপিয়ে জখম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাদিকুর রহমান সোহাগকে মারধর করার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোশাররফ শাহসহ সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ও চিটাগং ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্ক (সিইউজেএন)। আগামীকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে যৌথভাবে মানববন্ধন করবে সংগঠন দুটি।
সিইউজেএন সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা চট্টগ্রাম ব্যুরোপ্রধান সবুর শুভ বলেন, ‘মানববন্ধনের বিষয়ে আমরা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তাঁরাও কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরে আহত সাংবাদিক মোশাররফ শাহর কানের পর্দা ফেটে গেছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন।
এ ছাড়া ওই দিনের হামলার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আহত সাংবাদিক প্রথম আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কানের পর্দা ফেটে যাওয়ার কারণে তিনি কিছুটা কম শুনতে পাচ্ছেন। তাঁকে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন।’
এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম আলোর প্রতিনিধি মোশাররফ শাহকে মারধর করার অভিযোগ উঠে ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মীদের বিরুদ্ধে। আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে থেকে পরীক্ষা: বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা চলমান। আগামীকাল মঙ্গলবার ৪০৮ নম্বর কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। হাসপাতালে ভর্তি থাকায় মোশাররফ হাসপাতালে থেকে পরীক্ষা অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
মোশাররফ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের কারণে আমার বাম কানের পর্দা ফেটে গেছে। হাত ও শরীরে প্রচণ্ড ব্যথা। তবুও আমি ভেবেছিলাম কষ্ট করে হলেও ক্যাম্পাসে গিয়ে পরীক্ষায় অংশ নেব। কিন্তু ডাক্তার এখানে থেকে পরীক্ষা দিতে বলেছেন। আমি বিভাগে আবেদন করেছি। হাসপাতালের বেডে থেকেই আগামীকালের পরীক্ষা দেব।’
বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি রওশন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মোশাররফ দরখাস্ত দিয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি হাসপাতালের বেডে থেকে পরীক্ষা দেবেন।’
তদন্ত কমিটি গঠন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংবাদিক মোশাররফ শাহ, সমাজতত্ত্ব বিভাগের জোবায়ের হোসেন তুষারকে কুপিয়ে জখম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাদিকুর রহমান সোহাগকে মারধর করার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোশাররফ শাহসহ সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ও চিটাগং ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্ক (সিইউজেএন)। আগামীকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে যৌথভাবে মানববন্ধন করবে সংগঠন দুটি।
সিইউজেএন সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা চট্টগ্রাম ব্যুরোপ্রধান সবুর শুভ বলেন, ‘মানববন্ধনের বিষয়ে আমরা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তাঁরাও কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এ দেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা...
১৮ মিনিট আগেচলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল
২৮ মিনিট আগেনিহতের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকুর রহমান কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন।
৩৫ মিনিট আগেডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, ‘সকালে ডেমরার শাপলা চত্বর এলাকায় এক তরুণ গণপিটুনির শিকার হয়েছে বলে খবর পাই। পরে সেখানে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
৪৩ মিনিট আগে