চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরে আহত সাংবাদিক মোশাররফ শাহর কানের পর্দা ফেটে গেছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন।
এ ছাড়া ওই দিনের হামলার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আহত সাংবাদিক প্রথম আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কানের পর্দা ফেটে যাওয়ার কারণে তিনি কিছুটা কম শুনতে পাচ্ছেন। তাঁকে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন।’
এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম আলোর প্রতিনিধি মোশাররফ শাহকে মারধর করার অভিযোগ উঠে ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মীদের বিরুদ্ধে। আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে থেকে পরীক্ষা: বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা চলমান। আগামীকাল মঙ্গলবার ৪০৮ নম্বর কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। হাসপাতালে ভর্তি থাকায় মোশাররফ হাসপাতালে থেকে পরীক্ষা অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
মোশাররফ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের কারণে আমার বাম কানের পর্দা ফেটে গেছে। হাত ও শরীরে প্রচণ্ড ব্যথা। তবুও আমি ভেবেছিলাম কষ্ট করে হলেও ক্যাম্পাসে গিয়ে পরীক্ষায় অংশ নেব। কিন্তু ডাক্তার এখানে থেকে পরীক্ষা দিতে বলেছেন। আমি বিভাগে আবেদন করেছি। হাসপাতালের বেডে থেকেই আগামীকালের পরীক্ষা দেব।’
বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি রওশন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মোশাররফ দরখাস্ত দিয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি হাসপাতালের বেডে থেকে পরীক্ষা দেবেন।’
তদন্ত কমিটি গঠন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংবাদিক মোশাররফ শাহ, সমাজতত্ত্ব বিভাগের জোবায়ের হোসেন তুষারকে কুপিয়ে জখম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাদিকুর রহমান সোহাগকে মারধর করার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোশাররফ শাহসহ সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ও চিটাগং ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্ক (সিইউজেএন)। আগামীকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে যৌথভাবে মানববন্ধন করবে সংগঠন দুটি।
সিইউজেএন সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা চট্টগ্রাম ব্যুরোপ্রধান সবুর শুভ বলেন, ‘মানববন্ধনের বিষয়ে আমরা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তাঁরাও কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরে আহত সাংবাদিক মোশাররফ শাহর কানের পর্দা ফেটে গেছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন।
এ ছাড়া ওই দিনের হামলার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আহত সাংবাদিক প্রথম আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কানের পর্দা ফেটে যাওয়ার কারণে তিনি কিছুটা কম শুনতে পাচ্ছেন। তাঁকে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন।’
এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম আলোর প্রতিনিধি মোশাররফ শাহকে মারধর করার অভিযোগ উঠে ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মীদের বিরুদ্ধে। আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে থেকে পরীক্ষা: বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা চলমান। আগামীকাল মঙ্গলবার ৪০৮ নম্বর কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। হাসপাতালে ভর্তি থাকায় মোশাররফ হাসপাতালে থেকে পরীক্ষা অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
মোশাররফ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের কারণে আমার বাম কানের পর্দা ফেটে গেছে। হাত ও শরীরে প্রচণ্ড ব্যথা। তবুও আমি ভেবেছিলাম কষ্ট করে হলেও ক্যাম্পাসে গিয়ে পরীক্ষায় অংশ নেব। কিন্তু ডাক্তার এখানে থেকে পরীক্ষা দিতে বলেছেন। আমি বিভাগে আবেদন করেছি। হাসপাতালের বেডে থেকেই আগামীকালের পরীক্ষা দেব।’
বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি রওশন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মোশাররফ দরখাস্ত দিয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি হাসপাতালের বেডে থেকে পরীক্ষা দেবেন।’
তদন্ত কমিটি গঠন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংবাদিক মোশাররফ শাহ, সমাজতত্ত্ব বিভাগের জোবায়ের হোসেন তুষারকে কুপিয়ে জখম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাদিকুর রহমান সোহাগকে মারধর করার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোশাররফ শাহসহ সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ও চিটাগং ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্ক (সিইউজেএন)। আগামীকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে যৌথভাবে মানববন্ধন করবে সংগঠন দুটি।
সিইউজেএন সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা চট্টগ্রাম ব্যুরোপ্রধান সবুর শুভ বলেন, ‘মানববন্ধনের বিষয়ে আমরা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তাঁরাও কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে