Ajker Patrika

নাফ নদীতে চোরাকারবারির গুলিতে বিজিবির ২ সদস্য গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২৪, ১৭: ৫৩
নাফ নদীতে চোরাকারবারির গুলিতে বিজিবির ২ সদস্য গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে নাফ নদীর রহমানের খাল এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে আহত দুই সদস্যের নাম জানানো হয়নি।

আহতদের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, বিজিবির টেকনাফের ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল নাফ নদীতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় নাফ নদীর রহমানের খালে একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছুটতে থাকে। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হন। একপর্যায়ে বিজিবির টহল দলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলিবর্ষণ করতে করতে মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়। আহত বিজিবি সদস্যরা রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত