Ajker Patrika

গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২৩, ১৬: ২৮
গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুর শহরের ঝুমুর হোটেলে গরুর পরিবর্তে ‘ঘোড়ার মাংস’ বিক্রি করার অভিযোগে আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. তারেক আজিজের আদালতে এই মামলা দায়ের করেন আবদুল কাদের নামের এক ব্যক্তি।

পরে আদালত মামলাটি আমলে নিয়ে হোটেল মালিক মো. সবুজ, কর্মচারী রিয়াজ হোসেন ও চৌধুরী কসাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির মো. আরাফাত হোসেন।

আরাফাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারণা করে গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস বিক্রি করা হয়। মাননীয় আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’

মামলার সূত্রে ও স্থানীয়রা বলছে, গত ১৭ মে দুপুরে ঝুমুর হোটেলে খেতে যান আবদুল কাদেরসহ অন্যরা। পরে গরুর মাংসের অর্ডার করেন। কিন্তু গরুর মাংস না দিয়ে ঘোড়ার মাংস পরিবেশন করা হয়। এতে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হয়। এর আগেও এই হোটেলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা। প্রায় গরুর মাংসের পরিবর্তে ঘোড়াসহ ইন্ডিয়ান গরুর মাংস রান্না করে ভোক্তাদের কাছে বিক্রি করার অভিযোগ রয়েছে।

মামলার বাদী আবদুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘হোটেলে যখন খেতে যাই, তখন গরুর মাংসের অর্ডার দেই। আমি গরুর মাংস খেতে পছন্দ করি। তবে অন্যদিনের মতো গরুর মাংস মনে হয়নি বা স্বাদও তেমন লাগেনি। যখন অনেকে ঘোড়ার মাংস বলে বলাবলি করছে। খবর পেয়ে পুলিশ এসেছে। পরে কি হলেও তা আর জানি না।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনার দিন মাংস নিয়ে হোটেলে হইচই হয়। পুরো জেলায় ছিল এটি এক আলোচনার কেন্দ্র বিন্দু। একপর্যায়ে পুলিশ এসে হোটেল মালিকসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে কীভাবে তারা থানা থেকে বের হয়, সেটা বলতে পারছি না। তবে আমার সাথে প্রতারণা করা হয়েছে, বলে আমি মামলা করেছি। আমি এটার শেষ দেখব। যেন এইভাবে কেউ আর প্রতারণা করতে না পারে, সে জন্য আমি আইনগত ব্যবস্থা নিয়েছি।’

তবে হোটেলের মালিক সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো ঘোড়ার মাংস বিক্রি করা হয়নি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’

বাদীপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস বিক্রি করে প্রতারণা করে আসছে হোটেলের মালিকসহ অন্যরা। প্রতারণা করার অভিযোগ হোটেল মালিকসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলে, আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত