Ajker Patrika

প্যাড এক ডাক্তারের নামে, রোগী দেখছেন অন্যরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্যাড এক ডাক্তারের নামে, রোগী দেখছেন অন্যরা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্যাড এক চিকিৎসকের নামে হলেও রোগী দেখছেন অন্য চিকিৎসকেরা। এমন অভিযোগের প্রমাণ পাওয়ায় উপজেলার চান্দুরার আমতলী বাজারে পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন। 

ইরফান উদ্দীন আহমেদ বলেন, চিকিৎসক সুব্রত সাহার নামে তৈরি প্যাডে একেক দিন একেক চিকিৎসক নিজেদের পরিচয় গোপন রেখে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন। সুব্রত সাহা সর্বশেষ ১৮ আগস্ট ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। 

অভিযান পরিচালনাকালে দেখা যায়, সুব্রত সাহার প্যাড ব্যবহার করে গত ২৫ আগস্ট এবং আজ (শুক্রবার) ভিন্ন নামে দুজন চিকিৎসক রোগী দেখছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. খুরশিদ আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সেখানে থাকা চিকিৎসক তপন দেবনাথের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। 
 
অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুম, বিজয়নগর থানার পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত