Ajker Patrika

টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৭: ৩৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতে মৃতদেহ দুইটি ভেসে এসেছে।

উদ্ধার হওয়া মৃতদেহ দুটি টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) এবং একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুলের (১৩)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার দুপুরে সৈকতে গোসলে নেমে নিখোঁজ হন তিন শিশু। নিখোঁজের পরপরই মৃত উদ্ধার করা হয়েছিল ওই এলাকার আবুল কালামের ছেলে নুর কামালকে (১০)। তিন শিশু সদর ইউনিয়নের খুনকার পাড়ার আশরাফিয়া দারুল নাজাত হিফজখানার ছাত্র ছিল।

টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, রোববার বেলা ১২টার দিকে টেকনাফ সদরের বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০-১৫ জন শিশু মিলে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল অপর দুই শিশু।

ওসি আরও বলেন, ঘটনার পর থেকে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালায়। পরে সোমবার ভোরে দুই শিশুর মরদেহ ভেসে আসে। মৃত উদ্ধার শিশুদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত