নোয়াখালী প্রতিনিধি
ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে নোয়াখালীর আটটি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী হয়ে আছে জেলার প্রায় ২০ লাখের বেশি মানুষ। বন্যাকবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার প্রায় ৩৮৮টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি না হওয়ায় বেশির ভাগ এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানিছেন এলাকাবাসী।
বেশির ভাগ বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় বন্যাকবলিত লোকজন পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্র, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া অনেকেই বহুতল ভবনে থাকেন এমন আত্মীয়স্বজনের বাসা-বাড়িতে গিয়ে উঠেছেন।
আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের অভিযোগ, সরকারিভাবে তাঁদের খাদ্যসহ পর্যাপ্ত সহযোগিতা করা হচ্ছে না। তবে বিভিন্ন আশ্রয়কেন্দ্রের আশপাশে থাকা লোকজন ও সংগঠনের সহযোগিতায় আশ্রয় নেওয়া লোকজনকে খাবার দেওয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে ৪ হাজার ৬৮৬ হেক্টর আমনের বীজতলা, আবাদ করা আমনের ক্ষতি হয়েছে ২৬ হাজার ৯০০ হেক্টর। এ ছাড়া আবাদ করা আউশের খেত নিমজ্জিত হয়েছে প্রায় ৫ হাজার ৩৭৭ হেক্টর জমি।
ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে নোয়াখালীর আটটি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী হয়ে আছে জেলার প্রায় ২০ লাখের বেশি মানুষ। বন্যাকবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার প্রায় ৩৮৮টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি না হওয়ায় বেশির ভাগ এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানিছেন এলাকাবাসী।
বেশির ভাগ বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় বন্যাকবলিত লোকজন পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্র, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া অনেকেই বহুতল ভবনে থাকেন এমন আত্মীয়স্বজনের বাসা-বাড়িতে গিয়ে উঠেছেন।
আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের অভিযোগ, সরকারিভাবে তাঁদের খাদ্যসহ পর্যাপ্ত সহযোগিতা করা হচ্ছে না। তবে বিভিন্ন আশ্রয়কেন্দ্রের আশপাশে থাকা লোকজন ও সংগঠনের সহযোগিতায় আশ্রয় নেওয়া লোকজনকে খাবার দেওয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে ৪ হাজার ৬৮৬ হেক্টর আমনের বীজতলা, আবাদ করা আমনের ক্ষতি হয়েছে ২৬ হাজার ৯০০ হেক্টর। এ ছাড়া আবাদ করা আউশের খেত নিমজ্জিত হয়েছে প্রায় ৫ হাজার ৩৭৭ হেক্টর জমি।
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
১ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
১ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ
২ ঘণ্টা আগেখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে