Ajker Patrika

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১ 

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৫৭
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১ 

সেনাবাহিনীর রানার পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার সুবিদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মামুন হাওলাদার (৪৫)। তিনি বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা এলাকার মৃত ইউসুব আলী হাওলাদারের ছেলে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সেনাবাহিনীতে রানার পদে চারজনকে চাকরি দেওয়ার কথা বলে জনপ্রতি ২ হাজার করে মোট ৮ হাজার টাকা নেওয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল কোম্পানির সিম ও একটি পাসপোর্ট পাওয়া যায়।

ওসি মুরাদ আলী বলেন, মামুন হাওলাদারের বিরুদ্ধে সেনাবাহিনীর কাছে প্রতারণার অভিযোগ আসে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত