পটুয়াখালী ও কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে মূল বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০ একর এলাকাজুড়ে থাকা স্ক্র্যাপ শেডে (পরিত্যক্ত লোহা-লক্কড় রাখার ছাউনি) আগুন লাগে। অগ্নিকাণ্ডের স্থলে অন্তত হাজার টন পরিত্যক্ত স্ক্র্যাপসহ লোহা-লক্কড় রয়েছে।
আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ও বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব দুটি দল রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ১৩-১৪টি ডিউটি পোস্টের ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করতে পারেনি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় তাপবিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত উদ্ঘাটনে আমাদের তদন্ত চলছে।
পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আগুনে মূল পাওয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি। পরিত্যক্ত লোহা, টিন ও বেশ কিছু কাঠ পুড়ে গেছে।
আশরাফ উদ্দিন বলেন, আগুনের সূত্রপাত উদ্ঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হালিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। তাঁদের আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে মূল বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০ একর এলাকাজুড়ে থাকা স্ক্র্যাপ শেডে (পরিত্যক্ত লোহা-লক্কড় রাখার ছাউনি) আগুন লাগে। অগ্নিকাণ্ডের স্থলে অন্তত হাজার টন পরিত্যক্ত স্ক্র্যাপসহ লোহা-লক্কড় রয়েছে।
আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ও বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব দুটি দল রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ১৩-১৪টি ডিউটি পোস্টের ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করতে পারেনি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় তাপবিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত উদ্ঘাটনে আমাদের তদন্ত চলছে।
পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আগুনে মূল পাওয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি। পরিত্যক্ত লোহা, টিন ও বেশ কিছু কাঠ পুড়ে গেছে।
আশরাফ উদ্দিন বলেন, আগুনের সূত্রপাত উদ্ঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হালিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। তাঁদের আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে চলছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার আয়োজন। মাসব্যাপী মেলাটির জন্য খেলার মাঠ খুঁড়ে বানানো হচ্ছে ইট-সিমেন্টের স্থাপনা। ফলে মেলা শেষে মাঠটি খেলাধুলার অনুপযোগী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান খোলোয়াড়েরা।
২৪ মিনিট আগেনওগাঁর মাঠে এখন শুধু পাকা ধানের সুবাস। নিচু জমিগুলোর ধান কাটা ও মাড়াই শুরু করেছেন কৃষকেরা। এরই মধ্যে সরকারি উদ্যোগে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানও শুরু হয়েছে। তবে নানা ঝক্কি-ঝামেলা ও কম দামের কারণে এবারও সরকারি গুদামে ধান-চাল দিতে আগ্রহী নন কৃষক ও মিলাররা।
১ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়ছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়। জেলার অধিকাংশ কৃষিজমিতে মিলছে উচ্চ মাত্রায় লবণ। এতে ফসলের উৎপাদন ব্যাপক হারে কমে গেছে। কৃষিজমির পাশাপাশি ভূগর্ভস্থ পানিতেও লবণের উপস্থিতি দিন দিন বাড়ছে। কৃষকেরা বলছেন, অতি মাত্রার লবণের কারণে খেতের অধিকাংশ ধানগাছ শুকিয়ে গেছে।
১ ঘণ্টা আগেচলমান আন্দোলনের অংশ হিসেবে এবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এ শাটডাউন কর্মসূচি শুরু হবে। শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
৪ ঘণ্টা আগে