Ajker Patrika

পটুয়াখালীতে তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাব শেডে আগুন, তদন্ত কমিটি

পটুয়াখালী ও কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১২: ১৯
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে গতকাল রোববার সন্ধ্যায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে গতকাল রোববার সন্ধ্যায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে মূল বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০ একর এলাকাজুড়ে থাকা স্ক্র্যাপ শেডে (পরিত্যক্ত লোহা-লক্কড় রাখার ছাউনি) আগুন লাগে। অগ্নিকাণ্ডের স্থলে অন্তত হাজার টন পরিত্যক্ত স্ক্র্যাপসহ লোহা-লক্কড় রয়েছে।

আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ও বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব দুটি দল রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ১৩-১৪টি ডিউটি পোস্টের ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করতে পারেনি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় তাপবিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত উদ্‌ঘাটনে আমাদের তদন্ত চলছে।

পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আগুনে মূল পাওয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি। পরিত্যক্ত লোহা, টিন ও বেশ কিছু কাঠ পুড়ে গেছে।

আশরাফ উদ্দিন বলেন, আগুনের সূত্রপাত উদ্‌ঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হালিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। তাঁদের আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত