Ajker Patrika

বরিশালে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

বরিশালে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের দায়ে রাসেল হাওলাদার নামে এক যুবকের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি সাইদ মৃধাকে খালাস দেওয়া হয়েছে। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন বেল্লাল হোসেন, শাহিন মিয়া ও ইদ্রিস হাওলাদার। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে আসামি ইদ্রিস হাওলাদার পলাতক রয়েছেন। তাদের সবার বাড়ি জেলার বাকেরগঞ্জ উপজেলায়। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু আজকের পত্রিকাকে বলেন, দণ্ডিত আসামিরা টিউবওয়েল স্থাপনের শ্রমিকের কাজ করত। ২০২০ সালের ৪ মার্চ তারা বাকেরগঞ্জ উপজেলার খয়রাবাদ গ্রামে টিউবওয়েল বসাতে গিয়েছিল। ওই দিন গভীর রাতে মোটরসাইকেলচালক ফয়সাল আহমেদ প্রিন্সকে (২৬) মাথায় আঘাত করে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় তারা। 

এ ঘটনায় নিহতের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে ওই বছরের ৬ মার্চ বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই বছরের ৩১ জুলাই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২৮ জন সাক্ষীর মধ্যে ১৩ জন আদালতে সাক্ষ্য দেন। এতে চারজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের এ দণ্ডাদেশ দেয় আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত