Ajker Patrika

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না ওসি নজরুলের

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৪: ১২
ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না ওসি নজরুলের

ছুটি শেষে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফেরার পথে বাসচাপায় নিহত হয়েছেন বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ওসি মো. নজরুল ইসলাম। ছুটি শেষে বরিশালের উজিরপুরের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তিনি কর্মস্থল বরগুনায় ফিরছিলেন। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ এ তথ্য জানিয়েছেন। ওসি বলেন, জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ওসি মো. নজরুল ইসলাম গত ২৫ ফেব্রুয়ারি কর্মস্থল থেকে ছুটি নিয়ে নিজ বাড়ি বরিশালের উজিরপুরে গিয়েছিলেন।

ওসি বলেন, ছুটি শেষে কর্মস্থল বরগুনায় ফেরার পথে বরিশাল-বাকেরগঞ্জ-বরগুনা সড়কের পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলীতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বরগুনার পুলিশ সুপার (এসপি) মো. আবদুস সালাম বলেন, ‘দুর্ঘটনায় নজরুল ইসলামের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। হানিফ পরিবহনের বাসসহ চালককে বরিশালের গৌরনদী থেকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নজরুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত