পটুয়াখালী প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছিল, সেটি যেন ফিরে না আসে, সে জন্য রাজনৈতিক নেতাদের সচেতন থাকতে হবে। কিন্তু আমরা যদি সেই ভুল করি—দখলদারি, চাঁদাবাজি, মানুষের ওপর জুলুম চালাই; তাহলে জনগণ আমাদেরও ছাড়বে না।’
আজ সোমবার পটুয়াখালী জেলা পরিষদ শিশুপার্কে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগকেও জনগণ ছাড়েনি। কারণ, তাদের বিরুদ্ধে আন্দোলন কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে। তাই রাজনৈতিক নেতাদের সহনশীল হতে হবে এবং জনগণের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। যদি আমরা এখন শুধু নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে ভোটের সময় জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে।’
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আর বিপদ কেটে গেলে ভুলে যায়। রাজনীতিতেও একই চিত্র দেখা যায়—বিপদে সবাই ঐক্য চায়, কিন্তু বিপদ উতরে গেলে নিজেকে সর্বেসর্বা মনে করে।’
ডাকসুর সাবেক এ ভিপি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এখন রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে, নেতারা রাস্তায় নেমেছে। কিন্তু যদি রাজনৈতিক বিভাজন থেকেই যায়, তাহলে এটাই আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।’
গণঅধিকার পরিষদের জেলা সভাপতি নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উচ্চতর পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা সাধারণ সম্পাদক শাহ আলমসহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছিল, সেটি যেন ফিরে না আসে, সে জন্য রাজনৈতিক নেতাদের সচেতন থাকতে হবে। কিন্তু আমরা যদি সেই ভুল করি—দখলদারি, চাঁদাবাজি, মানুষের ওপর জুলুম চালাই; তাহলে জনগণ আমাদেরও ছাড়বে না।’
আজ সোমবার পটুয়াখালী জেলা পরিষদ শিশুপার্কে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগকেও জনগণ ছাড়েনি। কারণ, তাদের বিরুদ্ধে আন্দোলন কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে। তাই রাজনৈতিক নেতাদের সহনশীল হতে হবে এবং জনগণের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। যদি আমরা এখন শুধু নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে ভোটের সময় জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে।’
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আর বিপদ কেটে গেলে ভুলে যায়। রাজনীতিতেও একই চিত্র দেখা যায়—বিপদে সবাই ঐক্য চায়, কিন্তু বিপদ উতরে গেলে নিজেকে সর্বেসর্বা মনে করে।’
ডাকসুর সাবেক এ ভিপি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এখন রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে, নেতারা রাস্তায় নেমেছে। কিন্তু যদি রাজনৈতিক বিভাজন থেকেই যায়, তাহলে এটাই আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।’
গণঅধিকার পরিষদের জেলা সভাপতি নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উচ্চতর পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা সাধারণ সম্পাদক শাহ আলমসহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা।
এখন থেকে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দিন। একই সময় উপদেষ্টার দিকে বোতল ছুড়ে মারা শিক্ষার্থীকে গ্রেপ্তারে বিরত থাকতেও বলেছেন তিনি।
১২ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সমাবেশে...
১৭ মিনিট আগেরাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে