পটুয়াখালী প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছিল, সেটি যেন ফিরে না আসে, সে জন্য রাজনৈতিক নেতাদের সচেতন থাকতে হবে। কিন্তু আমরা যদি সেই ভুল করি—দখলদারি, চাঁদাবাজি, মানুষের ওপর জুলুম চালাই; তাহলে জনগণ আমাদেরও ছাড়বে না।’
আজ সোমবার পটুয়াখালী জেলা পরিষদ শিশুপার্কে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগকেও জনগণ ছাড়েনি। কারণ, তাদের বিরুদ্ধে আন্দোলন কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে। তাই রাজনৈতিক নেতাদের সহনশীল হতে হবে এবং জনগণের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। যদি আমরা এখন শুধু নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে ভোটের সময় জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে।’
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আর বিপদ কেটে গেলে ভুলে যায়। রাজনীতিতেও একই চিত্র দেখা যায়—বিপদে সবাই ঐক্য চায়, কিন্তু বিপদ উতরে গেলে নিজেকে সর্বেসর্বা মনে করে।’
ডাকসুর সাবেক এ ভিপি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এখন রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে, নেতারা রাস্তায় নেমেছে। কিন্তু যদি রাজনৈতিক বিভাজন থেকেই যায়, তাহলে এটাই আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।’
গণঅধিকার পরিষদের জেলা সভাপতি নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উচ্চতর পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা সাধারণ সম্পাদক শাহ আলমসহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছিল, সেটি যেন ফিরে না আসে, সে জন্য রাজনৈতিক নেতাদের সচেতন থাকতে হবে। কিন্তু আমরা যদি সেই ভুল করি—দখলদারি, চাঁদাবাজি, মানুষের ওপর জুলুম চালাই; তাহলে জনগণ আমাদেরও ছাড়বে না।’
আজ সোমবার পটুয়াখালী জেলা পরিষদ শিশুপার্কে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগকেও জনগণ ছাড়েনি। কারণ, তাদের বিরুদ্ধে আন্দোলন কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে। তাই রাজনৈতিক নেতাদের সহনশীল হতে হবে এবং জনগণের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। যদি আমরা এখন শুধু নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে ভোটের সময় জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে।’
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আর বিপদ কেটে গেলে ভুলে যায়। রাজনীতিতেও একই চিত্র দেখা যায়—বিপদে সবাই ঐক্য চায়, কিন্তু বিপদ উতরে গেলে নিজেকে সর্বেসর্বা মনে করে।’
ডাকসুর সাবেক এ ভিপি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এখন রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে, নেতারা রাস্তায় নেমেছে। কিন্তু যদি রাজনৈতিক বিভাজন থেকেই যায়, তাহলে এটাই আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।’
গণঅধিকার পরিষদের জেলা সভাপতি নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উচ্চতর পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা সাধারণ সম্পাদক শাহ আলমসহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা।
‘বাসায় মানুষ আমরা মাত্র তিনজন। কিন্তু ঈদ মানে তো শুধু নিজেদের খাবার নয়, গেস্টদের জন্যও আয়োজন করতে হবে। তাই সবকিছু একটু বেশি করে নিতে হচ্ছে,’ বলছিলেন গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে আসা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী আহসান হাবীব।
১৬ মিনিট আগেমো. বনী আমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় গ্রন্থাগারের ইস্যু ক্লার্ক। অফিসে আসেন নিজের ইচ্ছেমতো। হাজিরা খাতায় একবারেই করেন মাসের সব স্বাক্ষর। গ্রন্থাগারে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগেঈদে বাড়ি যাওয়ার জন্য ট্রেনে টিকিট হাতে নিয়ে কমলাপুর রেলস্টেশনের প্রবেশমুখে লাইনে দাঁড়িয়েছিলেন সৈয়দপুরের যাত্রী সোহেল রানা। স্টেশনের টিকিট চেকার পরীক্ষা করে দেখেন তাঁর সঙ্গে থাকা টিকিট জাল।
১ ঘণ্টা আগেটিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেডের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে দাবি করে শ্রম উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিক-কর্মচারীবৃন্দের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিকনেতারা এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে