পিরোজপুর প্রতিনিধি
ঢাকার সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত পাঁচজনের মধ্যে তিনজনই পিরোজপুরের মঠবাড়িয়ার একই পরিবারের সদস্য। আজ শুক্রবার সকালে তাঁদের লাশ উপজেলার দাউদখালী ইউনিয়নের বাড়িতে এসে পৌঁছায়। পরে জানাজা শেষে তাঁদের লাশ দাফন করা হয়।
একই পরিবারের নিহত তিনজন হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খয়ের ঘটিচোরা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে বেলাল হোসেন (২৬), তাঁর স্ত্রী মুক্তা খাতুন ও তাঁদের চার বছরের মেয়ে মাইশা আক্তার।
নিহত বেলালের চাচাতো ভাই কামরুল মুন্সি বলেন, স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে বেলাল ঢাকার গাজীপুরে বসবাস করতেন। সেখানে একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। ঈদের ছুটি কাটাতে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি আসার জন্য ঈদের দিন সদরঘাটে এসেছিলেন। ঘাটে এমভি তাসরিফ-৪ ও পূবালী-১ লঞ্চ বাঁধা ছিল। এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে আহত হয়ে পাঁচজন মারা যান। তাঁদের মধ্যে বেলাল ও তাঁর স্ত্রী-সন্তান রয়েছেন। নিহত মুক্তা খাতুন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
কামরুল মুন্সি আরও বলেন, আজ শুক্রবার লাশ ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দ্রেবত্র গ্রামে আনা হয়। মেয়ে মাইসাসহ মুক্তার লাশ তাঁর বাবার বাড়ির কবরস্থানে দাফন করা হয় এবং বেলালের লাশ তাঁর মামার বাড়ি দ্রেবত্র গ্রামে দাফন করা হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে লাশ গ্রামের বাড়ি এনে দাফন করা হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাসহ দাফনের কাজে সহযোগিতা করেছে।
ঢাকার সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত পাঁচজনের মধ্যে তিনজনই পিরোজপুরের মঠবাড়িয়ার একই পরিবারের সদস্য। আজ শুক্রবার সকালে তাঁদের লাশ উপজেলার দাউদখালী ইউনিয়নের বাড়িতে এসে পৌঁছায়। পরে জানাজা শেষে তাঁদের লাশ দাফন করা হয়।
একই পরিবারের নিহত তিনজন হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খয়ের ঘটিচোরা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে বেলাল হোসেন (২৬), তাঁর স্ত্রী মুক্তা খাতুন ও তাঁদের চার বছরের মেয়ে মাইশা আক্তার।
নিহত বেলালের চাচাতো ভাই কামরুল মুন্সি বলেন, স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে বেলাল ঢাকার গাজীপুরে বসবাস করতেন। সেখানে একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। ঈদের ছুটি কাটাতে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি আসার জন্য ঈদের দিন সদরঘাটে এসেছিলেন। ঘাটে এমভি তাসরিফ-৪ ও পূবালী-১ লঞ্চ বাঁধা ছিল। এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে আহত হয়ে পাঁচজন মারা যান। তাঁদের মধ্যে বেলাল ও তাঁর স্ত্রী-সন্তান রয়েছেন। নিহত মুক্তা খাতুন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
কামরুল মুন্সি আরও বলেন, আজ শুক্রবার লাশ ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দ্রেবত্র গ্রামে আনা হয়। মেয়ে মাইসাসহ মুক্তার লাশ তাঁর বাবার বাড়ির কবরস্থানে দাফন করা হয় এবং বেলালের লাশ তাঁর মামার বাড়ি দ্রেবত্র গ্রামে দাফন করা হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে লাশ গ্রামের বাড়ি এনে দাফন করা হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাসহ দাফনের কাজে সহযোগিতা করেছে।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
৪ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
১৭ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
২০ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
২৬ মিনিট আগে