Ajker Patrika

পদত্যাগের পর ইউনিয়ন সভাপতি বললেন, ‘কখনো আ.লীগের নাম মুখেও নেব না’

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 
আবদুল আজিজ মিয়া। ছবি: সংগৃহীত
আবদুল আজিজ মিয়া। ছবি: সংগৃহীত

পদত্যাগের ঘোষণা দিয়ে কখনো আওয়ামী লীগের নাম মুখে না নেওয়ার কথা বললেন পটুয়াখালীর দশমিনার রনগোপালদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে আছেন এক যুগেরও বেশি।

আজ বুধবার ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান আবদুল আজিজ এ কথা জানান। যদিও তিনি সংবাদ সম্মেলনে শারীরিক অসুস্থতার কারণে আওয়ামী লীগ সভাপতির পদ থেকে পদত্যাগের কথা উল্লেখ করেছেন।

আবদুল আজিজ মিয়া বলেন, ‘আমি ২০১২ সাল থেকে রনগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করি। ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। আমার শারীরিক অসুস্থতার কারণে আওয়ামী লীগ সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিই। তাই আজ বুধবার থেকে আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। কখনো আওয়ামী লীগের নাম মুখেও নেব না।’

জানা যায়, আবদুল আজিজ মিয়া আওয়ামী লীগের সভাপতির পদ ব্যবহার করে ২০২২ সালে ২৯ ডিসেম্বর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে রনগোপালদী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী হন। তারপর থেকে দাপটের সঙ্গে আওয়ামী লীগের মিশন ২০৪১ বাস্তবায়নে কাজ করেন। গত ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে থাকেন। তারপর পুনরায় এলাকায় এসে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

সময়ে-অসময়ে শারীরিক অসুস্থতা দেখিয়ে ঢাকায় অবস্থান করেন। আজ বেলা ১১টায় রনগোপালদী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শারীরিক অসুস্থতার কথা বলে রনগোপালদী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। দলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং জীবদ্দশায় তিনি আর আওয়ামী লীগের নাম মুখে না নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দলীয় সভাপতির পদ থেকে তাঁর পদত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেই কেউ মন্তব্য করেন, কারাগারে যাওয়ার ভয়ে, আবার কেউ বলেন, চেয়ারম্যান পদ টিকিয়ে রাখার জন্য পদত্যাগ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত