বরগুনা প্রতিনিধি
বরগুনায় আলোচিত হৃদয় হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে ১৬ কিশোর অপরাধীদের মধ্যে ১২ জনকে ১০ বছর ও চারজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিনজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রায় ঘোষণা করেন শিশু আদালতের বিচারক ও সিনিয়র জেলা জজ মো. মশিউর রহমান খান। এর আগে সকাল ৯টার দিকে বরগুনা জেলা কারাগার থেকে ১৬ কিশোরকে আদালতে আনা হয়।
মো. হৃদয় (১৬) বরগুনা শহরের চরকলোনি এলাকার দেলোয়ার হোসেন ও ফিরোজা বেগম দম্পতির ছেলে। সে বরগুনা সরকারি টেক্সটাইল ও ভকেশনালে ইনস্টিটিউটে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ২৫ মে ঈদুল ফিতরের দিন বিকেলে বরগুনা সদরের গোলবুনিয়া এলাকায় পায়রা নদীর তীরে বেড়াতে গেলে তুচ্ছ ঘটনার জেরে তর্কের একপর্যায়ে আসামিরা প্রকাশ্যে কিশোর হৃদয়কে পিটিয়ে হত্যা করে। হৃদয়কে পিটিয়ে হত্যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
পর দিন ২৬ মে হৃদয়ের মা ফিরোজা বেগম বাদী হয়ে বরগুনা সদর থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। বরগুনা পুলিশ ওই বছরের ১৬ নভেম্বর ১৬ জন কিশোর ও নয়জন প্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে পৃথক দুটি প্রতিবেদন দাখিল করে। পরে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে বিচারক আরও তিন কিশোরসহ ১৯ জনের নামে অভিযোগ গঠন করেন। মামলায় ১৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার ১৯ জন অভিযুক্তের রায় ঘোষণা করেন আদালত।
রায়ে ইউনুছ কাজী (১৭) রানা আকন (১৭) ইমন হাওলাদার (১৬) জুয়েল কাজী (১৭), নয়ন হাওলাদার (১৭), সজিব (১৭) নাজমুল শিকদার (১৬) রাইয়ান বিন অন্তর অরফে অন্তর (১৫) সিফাত ইসলাম (১৭), মোশারফ (১৭) সাইফুল মৃধা (১৭) ও রাব্বিকে (১৬) ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। এদের মধ্যে নয়ন হাওলাদার, সিফাত ইসলাম ও মো. সজিব পলাতক রয়েছে।
এ ছাড়া সাগর গাজী (১৭), সাইফুল কাজী (১৭), সোহাগ কাজী (১৬) ও ফাইজুল ইসলামকে (১৬) সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর তিনজন শফিকুল ইসলাম (১৭) নাঈম কাজী (১৭) ও রবিউল ইসলামের (১৬) অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
নিহত হৃদয়ের মা ও মামলার বাদী ফিরোজা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার একমাত্র ছেলে ঈদের দিন ঘুরতে বের হয়েছিল। তাকে আসামিরা পিটিয়ে হত্যা করে। আমি এ রায়ে খুশি হয়েছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘শিশু আইন ২০১৩ অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ সাজা প্রদান করেছে বিজ্ঞ আদালত। রায়ে আমরাসহ সাধারণ মানুষ খুশি।’
আসামি পক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চাদালতে আপিল করবেন।
বরগুনায় আলোচিত হৃদয় হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে ১৬ কিশোর অপরাধীদের মধ্যে ১২ জনকে ১০ বছর ও চারজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিনজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রায় ঘোষণা করেন শিশু আদালতের বিচারক ও সিনিয়র জেলা জজ মো. মশিউর রহমান খান। এর আগে সকাল ৯টার দিকে বরগুনা জেলা কারাগার থেকে ১৬ কিশোরকে আদালতে আনা হয়।
মো. হৃদয় (১৬) বরগুনা শহরের চরকলোনি এলাকার দেলোয়ার হোসেন ও ফিরোজা বেগম দম্পতির ছেলে। সে বরগুনা সরকারি টেক্সটাইল ও ভকেশনালে ইনস্টিটিউটে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ২৫ মে ঈদুল ফিতরের দিন বিকেলে বরগুনা সদরের গোলবুনিয়া এলাকায় পায়রা নদীর তীরে বেড়াতে গেলে তুচ্ছ ঘটনার জেরে তর্কের একপর্যায়ে আসামিরা প্রকাশ্যে কিশোর হৃদয়কে পিটিয়ে হত্যা করে। হৃদয়কে পিটিয়ে হত্যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
পর দিন ২৬ মে হৃদয়ের মা ফিরোজা বেগম বাদী হয়ে বরগুনা সদর থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। বরগুনা পুলিশ ওই বছরের ১৬ নভেম্বর ১৬ জন কিশোর ও নয়জন প্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে পৃথক দুটি প্রতিবেদন দাখিল করে। পরে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে বিচারক আরও তিন কিশোরসহ ১৯ জনের নামে অভিযোগ গঠন করেন। মামলায় ১৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার ১৯ জন অভিযুক্তের রায় ঘোষণা করেন আদালত।
রায়ে ইউনুছ কাজী (১৭) রানা আকন (১৭) ইমন হাওলাদার (১৬) জুয়েল কাজী (১৭), নয়ন হাওলাদার (১৭), সজিব (১৭) নাজমুল শিকদার (১৬) রাইয়ান বিন অন্তর অরফে অন্তর (১৫) সিফাত ইসলাম (১৭), মোশারফ (১৭) সাইফুল মৃধা (১৭) ও রাব্বিকে (১৬) ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। এদের মধ্যে নয়ন হাওলাদার, সিফাত ইসলাম ও মো. সজিব পলাতক রয়েছে।
এ ছাড়া সাগর গাজী (১৭), সাইফুল কাজী (১৭), সোহাগ কাজী (১৬) ও ফাইজুল ইসলামকে (১৬) সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর তিনজন শফিকুল ইসলাম (১৭) নাঈম কাজী (১৭) ও রবিউল ইসলামের (১৬) অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
নিহত হৃদয়ের মা ও মামলার বাদী ফিরোজা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার একমাত্র ছেলে ঈদের দিন ঘুরতে বের হয়েছিল। তাকে আসামিরা পিটিয়ে হত্যা করে। আমি এ রায়ে খুশি হয়েছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘শিশু আইন ২০১৩ অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ সাজা প্রদান করেছে বিজ্ঞ আদালত। রায়ে আমরাসহ সাধারণ মানুষ খুশি।’
আসামি পক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চাদালতে আপিল করবেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এ দেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা...
২১ মিনিট আগেচলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল
৩১ মিনিট আগেনিহতের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকুর রহমান কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন।
৩৮ মিনিট আগেডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, ‘সকালে ডেমরার শাপলা চত্বর এলাকায় এক তরুণ গণপিটুনির শিকার হয়েছে বলে খবর পাই। পরে সেখানে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
১ ঘণ্টা আগে