Ajker Patrika

মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ১৬ জেলেকে জীবিত উদ্ধার

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
আপডেট : ২৫ জুলাই ২০২১, ০৩: ০৩
মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ১৬ জেলেকে জীবিত উদ্ধার

ভোলার চরফ্যাশনে ঝড়ের কবলে পড়ে মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ১৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার বিকেলে মনপুরার চরপিয়াল সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ট্রলারটি চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্যঘাটের আবু সাইদ গাজীর।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, ট্রলার মালিক আবু সাইদ গাজি (৪৫), মাঝি আরজু (৫০), জেলে  আরিফ (২৮), সাগর (২৫), সিরাজ (৪০), আবুল বারী (৫০), আখতার বকশি (৩০), শরিফ (২৫), সোহেল (৫০), গফুর (৩০), জাকির (২৫), আলতাফ (২৫), আলাউদ্দিন (৩০), আল আমিন (৩০), সুফিয়ান (২০) ও নাসির (২৫)। এরা সবাই চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় জেলেরা জানান, মনপুরা উপজেলার চরপিয়াল সংলগ্ন মেঘনা নদীতে আবু সাইদ গাজীর ট্রলার ডুবে গেলে চার ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত ট্রলারসহ সকল জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

জানা গেছে, ট্রলারটি চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকার করার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে ভোলা দক্ষিণ চরমানিকা ও মনপুরার কোস্টগার্ডের দুটি দল স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারসহ ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে। 

চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) বলেন, ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে চরফ্যাশন ও মনপুরার কোস্টগার্ডের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে। পরে চরফ্যাশনের স্থানীয় জেলেরা সন্ধ্যায় ভাটার সময় ওই ট্রলারটি উদ্ধার করে নিয়ে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত