Ajker Patrika

দুর্বৃত্তের আগুনে খামারের চার গরুর মৃত্যু, দগ্ধ খামারি হাসপাতালে

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৫: ৫৩
দুর্বৃত্তের আগুনে খামারের চার গরুর মৃত্যু, দগ্ধ খামারি হাসপাতালে

পটুয়াখালীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে একটি দুগ্ধ খামারের চারটি গরু মারা গেছে। এ সময় গরু বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন খামারি জাহাঙ্গীর খলিফা (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার গভীর রাতে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের পিরতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে খামারির অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, খামারি জাহাঙ্গীর খলিফা আগে দিনমজুরি করে ও রিকশা চালিয়ে সংসার চালাতেন। একপর্যায়ে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি একটি গরুর খামার করেন। খামারে প্রতিদিন ৪০ লিটার দুধ উৎপাদন হতো, যা তিনি নিজে নিয়মিত পটুয়াখালী শহরের পুরান বাজারে বিক্রি করতেন। খামারটি গতকাল শনিবার রাতে দৃর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেয়।

খামারি জাহাঙ্গীর বলেন, ‘আমার আর কিছু রইল না। এই খামার থেকেই যা আয় হতো, তা দিয়ে আমার সংসার চলত। সবে একটু ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা শুরু করেছিলাম। কিন্তু এক রাতেই আমার সব শেষ করে দেওয়া হয়েছে।’

পটুয়াখালী জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘জাহাঙ্গীর একজন সফল খামারি ছিল। সে নিজের খামারে উৎপাদিত দুধ নিজেই বাজারে বিক্রি করত। তার এই ক্ষতি সে একা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবে না। সরকার ও সমাজের বিত্তবানদের জাহাঙ্গীরের পাশে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আজ সকালেও পুলিশের একটি দল ওই এলাকায় কাজ করছে। এটি আসলে দুর্ঘটনা নাকি শত্রুতাবশত করা হয়েছে, সেই রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত