ভোলা, বরগুনা ও পাথরঘাটা প্রতিনিধি
চলতি বছরের ১৯ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা থাকায় টানা ৬৫ দিন সাগরে মাছ ধরতে পারেননি জেলেরা। নিদারুণ কষ্টে নিষেধাজ্ঞার দিনগুলো পার করে ইলিশ মৌসুমে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু ভরা মৌসুমে ইলিশের আকালে ভেস্তে গেছে সেই ভাবনা। আগের ক্ষতি পোষানোর বদলে সৃষ্টি হয়েছে নতুন ক্ষতির শঙ্কা।
এমন পরিস্থিতিতে মা-ইলিশ রক্ষায় আগামীকাল সোমবার থেকে ইলিশ আহরণ ও বিক্রিতে আবারও ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। অন্যবারের চেয়ে এবার নিষেধাজ্ঞার মেয়াদ ১০ দিন এগিয়ে আনা হয়েছে। এর ফলে জীবিকা নিয়ে প্রবল অনিশ্চয়তা-হতাশায় মাথায় হাত জেলে ও মৎস্যজীবীদের। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সে প্রসঙ্গে সন্তোষজনক উত্তর মেলেনি, তবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর ভূমিকায় থাকার ঘোষণা পাওয়া গেছে প্রশাসনের কাছ থেকে।
গতকাল শনিবার ভোলা ও বরগুনার পাথরঘাটার বিএফডিসির ইলিশের আড়তে গিয়ে কথা হয় জেলে, পাইকার, আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে। সবার কণ্ঠেই হতাশা ও ক্ষোভ। ৬০ বছর ধরে সাগরে ইলিশ ধরেন পাথরঘাটার ফারুক হোসেন। প্রবীণ এই জেলে আজকের পত্রিকাকে বলেন, ‘এই বচ্ছর সাগরে ইলিশ পাই নাই, যা পাইছি তা জাটকা। এই জাটকা শিকার কইরা কোনো রহম পরানডা বাঁচাইছি। এইবার (নিষেধাজ্ঞার মধ্যে) যে পোলা-মাইয়া লইয়া কি খামু, আল্লায় জানে।’
এ প্রসঙ্গে বিএফডিসি পাথরঘাটার ব্যবস্থাপক লে. মো. লুৎফর রহমান বলেন, গত বছরের চেয়ে এবার প্রায় ২০০ মেট্রিক টন ইলিশ বেশি অবতরণ হয়েছে। এর বেশির ভাগ ছিল জাটকা। ফলে জেলেরা দাম পাননি, অন্যরাও লাভবান হতে পারেননি।
বিএফডিসির পাইকার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আব্বাস বলেন, ‘গত ২১ বছরে ব্যবসায় সর্বনিম্ন ইলিশ অবতরণ হয়েছে এবার। এ বছর নিষেধাজ্ঞার সময় এগিয়ে আনায় রাষ্ট্রেরও তো ক্ষতি হচ্ছে।
চলতি বছরের ১৯ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা থাকায় টানা ৬৫ দিন সাগরে মাছ ধরতে পারেননি জেলেরা। নিদারুণ কষ্টে নিষেধাজ্ঞার দিনগুলো পার করে ইলিশ মৌসুমে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু ভরা মৌসুমে ইলিশের আকালে ভেস্তে গেছে সেই ভাবনা। আগের ক্ষতি পোষানোর বদলে সৃষ্টি হয়েছে নতুন ক্ষতির শঙ্কা।
এমন পরিস্থিতিতে মা-ইলিশ রক্ষায় আগামীকাল সোমবার থেকে ইলিশ আহরণ ও বিক্রিতে আবারও ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। অন্যবারের চেয়ে এবার নিষেধাজ্ঞার মেয়াদ ১০ দিন এগিয়ে আনা হয়েছে। এর ফলে জীবিকা নিয়ে প্রবল অনিশ্চয়তা-হতাশায় মাথায় হাত জেলে ও মৎস্যজীবীদের। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সে প্রসঙ্গে সন্তোষজনক উত্তর মেলেনি, তবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর ভূমিকায় থাকার ঘোষণা পাওয়া গেছে প্রশাসনের কাছ থেকে।
গতকাল শনিবার ভোলা ও বরগুনার পাথরঘাটার বিএফডিসির ইলিশের আড়তে গিয়ে কথা হয় জেলে, পাইকার, আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে। সবার কণ্ঠেই হতাশা ও ক্ষোভ। ৬০ বছর ধরে সাগরে ইলিশ ধরেন পাথরঘাটার ফারুক হোসেন। প্রবীণ এই জেলে আজকের পত্রিকাকে বলেন, ‘এই বচ্ছর সাগরে ইলিশ পাই নাই, যা পাইছি তা জাটকা। এই জাটকা শিকার কইরা কোনো রহম পরানডা বাঁচাইছি। এইবার (নিষেধাজ্ঞার মধ্যে) যে পোলা-মাইয়া লইয়া কি খামু, আল্লায় জানে।’
এ প্রসঙ্গে বিএফডিসি পাথরঘাটার ব্যবস্থাপক লে. মো. লুৎফর রহমান বলেন, গত বছরের চেয়ে এবার প্রায় ২০০ মেট্রিক টন ইলিশ বেশি অবতরণ হয়েছে। এর বেশির ভাগ ছিল জাটকা। ফলে জেলেরা দাম পাননি, অন্যরাও লাভবান হতে পারেননি।
বিএফডিসির পাইকার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আব্বাস বলেন, ‘গত ২১ বছরে ব্যবসায় সর্বনিম্ন ইলিশ অবতরণ হয়েছে এবার। এ বছর নিষেধাজ্ঞার সময় এগিয়ে আনায় রাষ্ট্রেরও তো ক্ষতি হচ্ছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৩ ঘণ্টা আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৩ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৩ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৩ ঘণ্টা আগে