খান রফিক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) বিগত সময়ে যে মেয়রই এসেছেন, সেই মেয়রই চুক্তিতে কিছু কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছেন। নগর ভবনে এমন কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা এখন ৪২ জন। অথচ অবসরে যাওয়া অনেক স্টাফ তাঁর পাওনার জন্য বহুদিন ধরে ঘুরছেন। মোটের ওপর এই পাওনা কয়েক কোটি টাকা বলে বিসিসির হিসাব শাখা সূত্রে জানা গেছে।
এদিকে ৫ আগস্টের পর বিসিসির সাধারণ সভায় চুক্তিভিত্তিক মেয়াদোত্তীর্ণ তিনজন এস্টিমেটরের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছেন প্রশাসক শওকত আলী। মেয়াদোত্তীর্ণ দুজন সার্ভেয়ারের মেয়াদও আগামী ১ নভেম্বর থেকে বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের সুপারিশে এসব চুক্তিভিত্তিক স্টাফের মেয়াদ বাড়ানোয় নগর ভবনে অস্থিরতা চলছে। গুঞ্জন রয়েছে, রাজনৈতিক ও প্রশাসনিক চাপের পরে এই মেয়াদ বৃদ্ধি করেছে করপোরেশন।
৯ অক্টোবর নগর ভবনে অনুষ্ঠিত সাধারণ সভার রেজল্যুশনে উল্লেখ করা হয়েছে, বিভাগীয় প্রধানের সুপারিশে চুক্তিভিত্তিক চাকরির মেয়াদোত্তীর্ণ তিনজন এস্টিমেটরকে আগামী ১ নভেম্বর থেকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট এই তিনজনের চুক্তিভিত্তিক নিয়োগের সময়সীমা শেষ হয়েছে। একই রেজল্যুশনে মেয়াদ শেষ হওয়া দুজন সার্ভেয়ারকে আগামী ১ নভেম্বর থেকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মেয়াদ শেষ হওয়া তিনজন এস্টিমেটরকে পুনরায় নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছেন করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. হুমায়ুন কবির। ওই তিনজন হলেন শাওন আকন, মিথুন বাড়ৈ ও রবিউল ইসলাম। এ প্রসঙ্গে হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জানি না, প্রশাসনে এ বিষয়ে যোগাযোগ করেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এসব কর্মচারী ও কর্মকর্তাদের নিয়ে করপোরেশনের স্টাফরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এর একাংশ ফের চুক্তির বিরোধিতা করছেন। আর একাংশ পুনর্নিয়োগ চাচ্ছেন। এ নিয়ে করপোরেশনে চাপা ক্ষোভ বিরাজ করছে।
বরিশাল সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর খান বলেন, ‘৫ আগস্টের পর প্রথম যেদিন প্রশাসক নগর ভবনে আসেন, তখনই আমরা বলেছি যে করপোরেশনের বহু স্টাফ অবসরে গিয়েছেন, কিন্তু তাঁদের পাওনা পরিশোধ করা হচ্ছে না। প্রায় ১৮ কোটি টাকা অবসর ভাতা জমে আছে। অথচ সিটি করপোরেশনে চুক্তিভিত্তিক স্টাফ দিয়ে বোঝা বাড়ানো হচ্ছে। আমরা চুক্তিভিত্তিক নিয়োগের বিরুদ্ধে। কিন্তু আমাদের কথা আমলে নেওয়া হচ্ছে না।’
বিসিসির সচিব মাসুমা আক্তার বলেন, সাধারণ সভায় মেয়াদ শেষ হওয়া কয়েকজন চুক্তিভিত্তিক স্টাফের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বিষয়টি দোদুল্যমান অবস্থায় আছে।
বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) বিগত সময়ে যে মেয়রই এসেছেন, সেই মেয়রই চুক্তিতে কিছু কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছেন। নগর ভবনে এমন কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা এখন ৪২ জন। অথচ অবসরে যাওয়া অনেক স্টাফ তাঁর পাওনার জন্য বহুদিন ধরে ঘুরছেন। মোটের ওপর এই পাওনা কয়েক কোটি টাকা বলে বিসিসির হিসাব শাখা সূত্রে জানা গেছে।
এদিকে ৫ আগস্টের পর বিসিসির সাধারণ সভায় চুক্তিভিত্তিক মেয়াদোত্তীর্ণ তিনজন এস্টিমেটরের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছেন প্রশাসক শওকত আলী। মেয়াদোত্তীর্ণ দুজন সার্ভেয়ারের মেয়াদও আগামী ১ নভেম্বর থেকে বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের সুপারিশে এসব চুক্তিভিত্তিক স্টাফের মেয়াদ বাড়ানোয় নগর ভবনে অস্থিরতা চলছে। গুঞ্জন রয়েছে, রাজনৈতিক ও প্রশাসনিক চাপের পরে এই মেয়াদ বৃদ্ধি করেছে করপোরেশন।
৯ অক্টোবর নগর ভবনে অনুষ্ঠিত সাধারণ সভার রেজল্যুশনে উল্লেখ করা হয়েছে, বিভাগীয় প্রধানের সুপারিশে চুক্তিভিত্তিক চাকরির মেয়াদোত্তীর্ণ তিনজন এস্টিমেটরকে আগামী ১ নভেম্বর থেকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট এই তিনজনের চুক্তিভিত্তিক নিয়োগের সময়সীমা শেষ হয়েছে। একই রেজল্যুশনে মেয়াদ শেষ হওয়া দুজন সার্ভেয়ারকে আগামী ১ নভেম্বর থেকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মেয়াদ শেষ হওয়া তিনজন এস্টিমেটরকে পুনরায় নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছেন করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. হুমায়ুন কবির। ওই তিনজন হলেন শাওন আকন, মিথুন বাড়ৈ ও রবিউল ইসলাম। এ প্রসঙ্গে হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জানি না, প্রশাসনে এ বিষয়ে যোগাযোগ করেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এসব কর্মচারী ও কর্মকর্তাদের নিয়ে করপোরেশনের স্টাফরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এর একাংশ ফের চুক্তির বিরোধিতা করছেন। আর একাংশ পুনর্নিয়োগ চাচ্ছেন। এ নিয়ে করপোরেশনে চাপা ক্ষোভ বিরাজ করছে।
বরিশাল সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর খান বলেন, ‘৫ আগস্টের পর প্রথম যেদিন প্রশাসক নগর ভবনে আসেন, তখনই আমরা বলেছি যে করপোরেশনের বহু স্টাফ অবসরে গিয়েছেন, কিন্তু তাঁদের পাওনা পরিশোধ করা হচ্ছে না। প্রায় ১৮ কোটি টাকা অবসর ভাতা জমে আছে। অথচ সিটি করপোরেশনে চুক্তিভিত্তিক স্টাফ দিয়ে বোঝা বাড়ানো হচ্ছে। আমরা চুক্তিভিত্তিক নিয়োগের বিরুদ্ধে। কিন্তু আমাদের কথা আমলে নেওয়া হচ্ছে না।’
বিসিসির সচিব মাসুমা আক্তার বলেন, সাধারণ সভায় মেয়াদ শেষ হওয়া কয়েকজন চুক্তিভিত্তিক স্টাফের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বিষয়টি দোদুল্যমান অবস্থায় আছে।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেবরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মনিরুলকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের জিলা স্কুল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেগত নববর্ষের শোভাযাত্রার মোটিফ তৈরির শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গত ১৫ এপ্রিল রাতের ওই ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৭ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাবুল হোসেনসহ আটজনকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিন মাস তিনি জেলা..
১২ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্র কাঠামো নিশ্চিতের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগে