Ajker Patrika

মাদক ব্যবসায়ীর ভয়ে মুখ বন্ধ করে থাকলে হবে না : ডিআইজি

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৮: ২৭
মাদক ব্যবসায়ীর ভয়ে মুখ বন্ধ করে থাকলে হবে না : ডিআইজি

মাদক ব্যবসায়ীর ভয়ে মুখ বন্ধ করে থাকলে হবে না মন্তব্য করে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান বলেছেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা দেশের জন্য বোঝা। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। মাদক নির্মূলে সবাই এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।  আজ শনিবার বেলা ১১টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়ায় শেখ কামাল অডিটোরিয়ামে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। 

ডিআইজি আরও বলেন, একজন অভিভাবককে তাঁর সন্তানদের প্রতি নজর রাখতে হবে। তাদের গতিবিধি লক্ষ করতে হবে। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়নে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করে। আর সেই যুব সমাজ যদি মাদকাসক্ত হয় তাহলে দেশের উন্নয়ন মুখ থুবড়ে পরবে। তাই দেশ থেকে মাদককে নির্মূল করতে হবে। মাদক পেলেই পুলিশের পক্ষে থেকে ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। বক্তব্য দেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান, ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, জাতীয় পার্টি জেপির সিনিয়র সহসভাপতি গোলাম সরওয়ার জোমাদ্দার, ভান্ডারিয়া সরকারি কলেজের প্রভাষক রিয়াজ মোরর্শেদ সেরনিয়াবাতসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত