Ajker Patrika

টমটমের চাপায় রাজমিস্ত্রির মৃত্যু

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
টমটমের চাপায় রাজমিস্ত্রির মৃত্যু

পটুয়াখালী দশমিনা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের বাংলাবাজার কালভার্ট-সংলগ্ন দশমিনা-কালাইয়া রাস্তায় টমটমের চাপায় এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. খলিল ব্যাপারী (৪৫) উপজেলার মাছুয়াখালী গ্রামের বাসিন্দা ছিলেন। । আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ নিয়ে প্রত্যক্ষদর্শী মো. দুলাল জানান, তিনি ও খলিল ব্যাপারী বাঁশবাড়ীয়ার গছানী গ্রামের একটি বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বাংলাবাজার কালভার্টের কাছে এলে একটি টমটম খলিলকে চাপা দিয়ে চলে যায়। তিনি অন্য একটি টমটমে করে তাঁকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক খলিলকে মৃত ঘোষণা করেন। 

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবিদা নাসরিন জিতু বলেন, ‘মো. খলিল ব্যাপারীকে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নিয়ে এলে প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা যায় আগেই তাঁর মৃত্যু হয়েছে।’ 

এ নিয়ে জানতে চাইলে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘ঘটনা শোনার পর একজন এসআইকে পাঠিয়েছি। মরদেহ থানায় আনা হয়েছে। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত