Ajker Patrika

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কাজ করবে পায়রা বন্দর: চেয়ারম্যান 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কাজ করবে পায়রা বন্দর: চেয়ারম্যান 

পটুয়াখালীর পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বলেছেন ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় পায়রা বন্দর কর্তৃপক্ষ কাজ করবে। ইতিমধ্যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে এ বিষয় অবহিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কলাপাড়ায় বন্দরের সর্বশেষ অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বন্দর চেয়ারম্যান এসব কথা বলেন। 

গোলাম সাদেক বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানার আগে দুর্গম এলাকা, বিশেষ করে চরাঞ্চল থেকে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদে পৌঁছে দিতে এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে বন্দরের নৌযানগুলো সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার তৎপরতা চালাতেও বন্দরের নৌযান, জনবলসহ প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। 

এ সময় পায়রা বন্দরের সদস্য কমোডোর রাজিব ত্রিপুরা, সদস্য (হারবার ও মেরিন) ক্যাপটেন জাহিদ হোসেন, পরিচালক (প্রশাসন) কাজি ফারুক, সচিব সোহরাব হোসেন, উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমানসহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত