মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
এক টাকায় এক বেলার আহার। বিষয়টি অবাক লাগলেও সত্যি। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া জেলেপল্লিতে এক টাকায় এক বেলার খাবার পাওয়া যায়।
আজ শুক্রবার জেলেপল্লিতে হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র, সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর জন্য এ আয়োজন করা হয়। এদিন শিশুদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন ও এক টাকায় এক বেলা খাবার কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সদস্যরা।
শিশুদের নিয়ে খেলার পাশাপাশি আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ, গ্রামীণ খেলাধুলা এবং উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা। যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। গান, নাচ, যেমন খুশি তেমন সাজোর পাশাপাশি দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, মিউজিক্যাল চেয়ারের মতো মজার খেলায় অংশ নেয় শিশুরা।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ জানান, জেলেপল্লির শিশুদের সঙ্গে বৈষম্য দূর করতে উদ্যোগ নিয়েছি এক টাকায় এক বেলা খাবারের। আমরা তাদের এক টাকার বিনিময় খাবার দিচ্ছি কারণ, তারা যেন কখনো ভাবতে না পারে যে খাবার বিনা মূল্যে পেয়েছে। এই টাকাটা নেওয়ার জন্য তারা অনুভব করবে খাবার কিনে খাচ্ছে।
এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তৃতীয় শ্রেণির ছাত্র চন্দন বলে, ‘আমার প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছি এবং এক টাকার বিনিময়ে খাবার সংগ্রহ করেছি।’
প্রতিষ্ঠাতা ও সভাপতি সজীব মিত্র বলেন, ২০১৮ সালের ১৭ মার্চ হাতেখড়ি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। দক্ষিণাঞ্চলের বলেশ্বর নদ-তীরবর্তী জেলেদের সন্তানদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে হাতেখড়ি ফাউন্ডেশন। মৌলিক অধিকার নিশ্চিত, নিজস্ব সংস্কৃতির বিকাশ ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে বিভিন্ন সুযোগ তৈরিসহ দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা, বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসতে চেষ্টা করে যাচ্ছে হাতেখড়ি ফাউন্ডেশন।
এ ছাড়া বাল্যবিবাহ রোধ, ইভ টিজিং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, বিনা মূল্যে রক্তদান, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কাজেও রয়েছে হাতেখড়ি ফাউন্ডেশনের বিচরণ।
এক টাকায় এক বেলার আহার। বিষয়টি অবাক লাগলেও সত্যি। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া জেলেপল্লিতে এক টাকায় এক বেলার খাবার পাওয়া যায়।
আজ শুক্রবার জেলেপল্লিতে হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র, সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর জন্য এ আয়োজন করা হয়। এদিন শিশুদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন ও এক টাকায় এক বেলা খাবার কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সদস্যরা।
শিশুদের নিয়ে খেলার পাশাপাশি আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ, গ্রামীণ খেলাধুলা এবং উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা। যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। গান, নাচ, যেমন খুশি তেমন সাজোর পাশাপাশি দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, মিউজিক্যাল চেয়ারের মতো মজার খেলায় অংশ নেয় শিশুরা।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ জানান, জেলেপল্লির শিশুদের সঙ্গে বৈষম্য দূর করতে উদ্যোগ নিয়েছি এক টাকায় এক বেলা খাবারের। আমরা তাদের এক টাকার বিনিময় খাবার দিচ্ছি কারণ, তারা যেন কখনো ভাবতে না পারে যে খাবার বিনা মূল্যে পেয়েছে। এই টাকাটা নেওয়ার জন্য তারা অনুভব করবে খাবার কিনে খাচ্ছে।
এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তৃতীয় শ্রেণির ছাত্র চন্দন বলে, ‘আমার প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছি এবং এক টাকার বিনিময়ে খাবার সংগ্রহ করেছি।’
প্রতিষ্ঠাতা ও সভাপতি সজীব মিত্র বলেন, ২০১৮ সালের ১৭ মার্চ হাতেখড়ি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। দক্ষিণাঞ্চলের বলেশ্বর নদ-তীরবর্তী জেলেদের সন্তানদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে হাতেখড়ি ফাউন্ডেশন। মৌলিক অধিকার নিশ্চিত, নিজস্ব সংস্কৃতির বিকাশ ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে বিভিন্ন সুযোগ তৈরিসহ দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা, বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসতে চেষ্টা করে যাচ্ছে হাতেখড়ি ফাউন্ডেশন।
এ ছাড়া বাল্যবিবাহ রোধ, ইভ টিজিং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, বিনা মূল্যে রক্তদান, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কাজেও রয়েছে হাতেখড়ি ফাউন্ডেশনের বিচরণ।
বরিশালের আগৈলঝাড়ার বর্ষা মৌসুমে চলাচল, জীবিকা ও পণ্য পরিবহনের অন্যতম বাহন হচ্ছে নৌকা। বর্ষায় চলাচলের জন্য নৌকা কেনেন নিম্নাঞ্চলের লোকজন। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এলাকার জেলেদের মাছ ধরতে ও যাতায়াতের জন্য ডিঙিনৌকা দরকার হয়। সব মিলিয়ে বর্ষা মৌসুম এলে এখানে বেড়ে যায় নৌকার কদর।
৩ মিনিট আগেবগুড়ার শেরপুর উপজেলার পাণ্ডুরা গ্রামে চাচা-ভাতিজার ওপর সংঘবদ্ধ হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোছা. লাবলী খাতুন (৩৮) উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
১৭ মিনিট আগেফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচে এক রোগীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। পুলিশ আজ শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালের ১০ তলা ভবনের ২ নম্বর লিফটের নিচ থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম রাজু মাতুব্বর (৪২)। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত শহীদ মাতুব্বরের ছেলে।
১৮ মিনিট আগেকুমিল্লার হোমনায় চার দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্র ইব্রাহিমের (৬)। সে ১৫ জুলাই দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার কথা থাকলেও চার দিন পরও বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর কোথাও তাকে খুঁজে না পেয়ে বাবা মো. হানিফ মিয়া হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ ইব্রাহিম
২১ মিনিট আগে