পটুয়াখালীর বাউফল উপজেলায় মুগডালের খেতে লেদা পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে একের পর এক খেত। পোকার আক্রমণ থেকে খেত রক্ষা করতে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করেও কোনো সুফল না পাওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ১৬ হাজার ১৪১ হেক্টর জমিতে মুগডাল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৯৮১ হেক্টর জমিতে উচ্চফলনশীল বারি-৬, ১ হাজার ১০০ হেক্টরে বারি-৮ এবং ২ হাজার ১০ হেক্টরে বিনা-৮ ও দেশি প্রজাতির সোনাইমুগ খ্যাত প্রজাতির ৩ হাজার ৫০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। তবে গতবারের তুলনায় চলতি মৌসুমে ২ হাজার ৬২১ হেক্টর কম জমিতে মুগডাল চাষ হয়েছে।
সরেজমিন উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান, চরব্যারেট এলাকায় গিয়ে দেখা যায়, মুগডালের খেতে লেদা পোকার আক্রমণে গাছের ডালে ছড়া ঝড়ে পড়ছে। খেতজুড়ে পোকার আক্রমণ। একরের পর একর জমিতে পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান ওয়ার্ডের কৃষক বাদশা হাওলাদার বলেন, ‘চলতি মৌসুমে ৭ একর জমিতে উচ্চ ফলনশীল বারি-৬ প্রজাতির মুগডাল চাষ করেছি। সাকল্যে ব্যয় হয়েছে প্রায় ৫২ হাজার ৫০০ টাকা। গাছে যেভাবে ফল এসেছিল, তাতে ৭ একরে ডাল পাওয়া যেত কমপক্ষে ৫৬ মণ, যার বাজারমূল্য ২ হাজার ৮০০ টাকা দরে কমপক্ষে প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা। অথচ পোকার আক্রমণে খেতের ডাল নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রকার ওষুধ প্রয়োগ করেও কোনো কাজ দিচ্ছে না। দুই দিন আগেও খেতটা দেখে চোখ জুড়িয়ে যেত, অথচ পোকার আক্রমণে খেতটির দিকে তাকানো যায় না। কষ্টে চোখে পানি চলে আসে।’
এই দুর্দশা শুধু বাদশা হাওলাদারের একার নয়, একই গ্রামের আরেক কৃষক হেমায়েত হাওলাদারেরও। তিনি চাষ করেছেন ৯ একর জমিতে। এ ছাড়া আসাদুল সরদার চাষ করেছেন ৩ একর জমিতে, মিজান সরদার চাষ করেছেন ২ একর জমিতে। অধিকাংশ খেত লম্বা-গোলাকৃতির একধরনের পোকার উপদ্রবে নষ্ট হয়ে যাচ্ছে। একই অবস্থা দেখা গেছে চরব্যারেট গ্রামের ফারুক খানের ৩ একর, মনিরের ৩ একর, বশার হাওলাদারের ২ একর, শাহজাহান হাওলাদারের ৫ একর জমিতে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন জানান, ‘বিষয়টি জেনেছি। মাঠ পর্যায়ের কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। রাতে ঠান্ডা ও দিনে গরম আবহাওয়ার কারণে পোকার আক্রমণ দেখা দিয়েছে। আমরা কৃষকদের পরিমিত ডোজ কীটনাশক ওষুধ দেওয়ার জন্য বলেছি। আশা করছি বৃষ্টি হলেই এ ধরনের পোকার আক্রমণ আর থাকবে না।’
পটুয়াখালীর বাউফল উপজেলায় মুগডালের খেতে লেদা পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে একের পর এক খেত। পোকার আক্রমণ থেকে খেত রক্ষা করতে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করেও কোনো সুফল না পাওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ১৬ হাজার ১৪১ হেক্টর জমিতে মুগডাল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৯৮১ হেক্টর জমিতে উচ্চফলনশীল বারি-৬, ১ হাজার ১০০ হেক্টরে বারি-৮ এবং ২ হাজার ১০ হেক্টরে বিনা-৮ ও দেশি প্রজাতির সোনাইমুগ খ্যাত প্রজাতির ৩ হাজার ৫০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। তবে গতবারের তুলনায় চলতি মৌসুমে ২ হাজার ৬২১ হেক্টর কম জমিতে মুগডাল চাষ হয়েছে।
সরেজমিন উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান, চরব্যারেট এলাকায় গিয়ে দেখা যায়, মুগডালের খেতে লেদা পোকার আক্রমণে গাছের ডালে ছড়া ঝড়ে পড়ছে। খেতজুড়ে পোকার আক্রমণ। একরের পর একর জমিতে পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান ওয়ার্ডের কৃষক বাদশা হাওলাদার বলেন, ‘চলতি মৌসুমে ৭ একর জমিতে উচ্চ ফলনশীল বারি-৬ প্রজাতির মুগডাল চাষ করেছি। সাকল্যে ব্যয় হয়েছে প্রায় ৫২ হাজার ৫০০ টাকা। গাছে যেভাবে ফল এসেছিল, তাতে ৭ একরে ডাল পাওয়া যেত কমপক্ষে ৫৬ মণ, যার বাজারমূল্য ২ হাজার ৮০০ টাকা দরে কমপক্ষে প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা। অথচ পোকার আক্রমণে খেতের ডাল নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রকার ওষুধ প্রয়োগ করেও কোনো কাজ দিচ্ছে না। দুই দিন আগেও খেতটা দেখে চোখ জুড়িয়ে যেত, অথচ পোকার আক্রমণে খেতটির দিকে তাকানো যায় না। কষ্টে চোখে পানি চলে আসে।’
এই দুর্দশা শুধু বাদশা হাওলাদারের একার নয়, একই গ্রামের আরেক কৃষক হেমায়েত হাওলাদারেরও। তিনি চাষ করেছেন ৯ একর জমিতে। এ ছাড়া আসাদুল সরদার চাষ করেছেন ৩ একর জমিতে, মিজান সরদার চাষ করেছেন ২ একর জমিতে। অধিকাংশ খেত লম্বা-গোলাকৃতির একধরনের পোকার উপদ্রবে নষ্ট হয়ে যাচ্ছে। একই অবস্থা দেখা গেছে চরব্যারেট গ্রামের ফারুক খানের ৩ একর, মনিরের ৩ একর, বশার হাওলাদারের ২ একর, শাহজাহান হাওলাদারের ৫ একর জমিতে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন জানান, ‘বিষয়টি জেনেছি। মাঠ পর্যায়ের কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। রাতে ঠান্ডা ও দিনে গরম আবহাওয়ার কারণে পোকার আক্রমণ দেখা দিয়েছে। আমরা কৃষকদের পরিমিত ডোজ কীটনাশক ওষুধ দেওয়ার জন্য বলেছি। আশা করছি বৃষ্টি হলেই এ ধরনের পোকার আক্রমণ আর থাকবে না।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে