বরগুনা প্রতিনিধি
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে সোনিয়া আক্তার আখি নামে এক নারীর ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
গত ৫ সেপ্টেম্বর বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতে চেয়ারম্যান হুমায়ুন কবির ও কামাল হোসেন নামে এক দলিল লেখকের বিরুদ্ধে এই মামলা করেন।
সোনিয়া আক্তার আখি বুড়িরচর গ্রামের মোহাম্মদ শাহজাহান সিদ্দিকের মেয়ে।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিয়ে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সোনিয়া। তিনি বলেন, একই ইউনিয়নের বুড়িরচর গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাজাহান সিদ্দিকের মেয়ে তিনি। ২০২১ সালের মার্চ মাসে ইউপি নির্বাচনের সময় সোনিয়া আক্তার আঁখির মালিকানাধীন পরিত্যক্ত একটি ঘর চেয়ারম্যান প্রার্থী হুময়ুন কবির নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করার প্রস্তাব দেন। সোনিয়া প্রস্তাবে রাজি হওয়ার পর লিখিত চুক্তিতে ওই ঘর নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করেন হুমায়ুন কবির। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর ঘরটি ফেরত চাইলে গড়িমসি শুরু করেন।
এ নিয়ে চেয়ারম্যান হুমায়ুন কবির ও দলিল লেখক কামালের সঙ্গে সোনিয়ার দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে গত ৩১ আগস্ট সকালে চেয়ারম্যান হুমায়ুন কবির (৫০) ও দলিল লেখক কামাল হাওলাদার (৪৫) সোনিয়ার বাড়ির সামনে গিয়ে তাকে মারধর করে এলাকা ছাড়া করার হুমকি দেয়।
সোনিয়া বলেন, এ ঘটনার পর মামলা করতে বরগুনা যাওয়ার পথে পুরাকাটা এলাকায় চেয়ারম্যানের ড্রাইভার জাহাঙ্গীর আমাকে মারধর করে এবং বরগুনা যেতে বাধা দেয়। তা ছাড়া অকথ্য ভাষায় গালাগাল করে। আমি যদি কোনো মামলা করি তাহালে ড্রাইভার জাহাঙ্গীর আমাকে খুন এবং আমার বাবাকে মেরে বাজারে বাজারে ঘুরানো হবে বলে হুমকি দেয়। আমি এ বিষয়ে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। যার নম্বর ১০৭। পরে গত ৫ সেপ্টেম্বর আমি আদালতে একটি মামলা করেছি। মামলাটি তদন্ত করে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, ওই ঘরটি নিয়ে সোনিয়া ও অপর একটি পক্ষের মধ্যে মালিকানা দ্বন্দ্ব চলছে। আমি বিষয়টি নিষ্পত্তি করার জন্য নিজের নিয়ন্ত্রণে রেখেছি যাতে এ নিয়ে কোনো অঘটন না ঘটে। কাগজপত্র দেখে সালিস বা আদালত যার পক্ষে রায় দেবে ঘর তাকে বুঝিয়ে দেওয়া হবে। হুমকি দেওয়ার বিষয়টি একেবারেই অসত্য। আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি নিয়ে জল ঘোলা করার জন্য সোনিয়াকে ব্যবহার করছে।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুর রহমান বলেন, ‘সোনিয়া আক্তার আখি নামে একজন নারী থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেব।’
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে সোনিয়া আক্তার আখি নামে এক নারীর ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
গত ৫ সেপ্টেম্বর বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতে চেয়ারম্যান হুমায়ুন কবির ও কামাল হোসেন নামে এক দলিল লেখকের বিরুদ্ধে এই মামলা করেন।
সোনিয়া আক্তার আখি বুড়িরচর গ্রামের মোহাম্মদ শাহজাহান সিদ্দিকের মেয়ে।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিয়ে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সোনিয়া। তিনি বলেন, একই ইউনিয়নের বুড়িরচর গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাজাহান সিদ্দিকের মেয়ে তিনি। ২০২১ সালের মার্চ মাসে ইউপি নির্বাচনের সময় সোনিয়া আক্তার আঁখির মালিকানাধীন পরিত্যক্ত একটি ঘর চেয়ারম্যান প্রার্থী হুময়ুন কবির নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করার প্রস্তাব দেন। সোনিয়া প্রস্তাবে রাজি হওয়ার পর লিখিত চুক্তিতে ওই ঘর নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করেন হুমায়ুন কবির। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর ঘরটি ফেরত চাইলে গড়িমসি শুরু করেন।
এ নিয়ে চেয়ারম্যান হুমায়ুন কবির ও দলিল লেখক কামালের সঙ্গে সোনিয়ার দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে গত ৩১ আগস্ট সকালে চেয়ারম্যান হুমায়ুন কবির (৫০) ও দলিল লেখক কামাল হাওলাদার (৪৫) সোনিয়ার বাড়ির সামনে গিয়ে তাকে মারধর করে এলাকা ছাড়া করার হুমকি দেয়।
সোনিয়া বলেন, এ ঘটনার পর মামলা করতে বরগুনা যাওয়ার পথে পুরাকাটা এলাকায় চেয়ারম্যানের ড্রাইভার জাহাঙ্গীর আমাকে মারধর করে এবং বরগুনা যেতে বাধা দেয়। তা ছাড়া অকথ্য ভাষায় গালাগাল করে। আমি যদি কোনো মামলা করি তাহালে ড্রাইভার জাহাঙ্গীর আমাকে খুন এবং আমার বাবাকে মেরে বাজারে বাজারে ঘুরানো হবে বলে হুমকি দেয়। আমি এ বিষয়ে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। যার নম্বর ১০৭। পরে গত ৫ সেপ্টেম্বর আমি আদালতে একটি মামলা করেছি। মামলাটি তদন্ত করে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, ওই ঘরটি নিয়ে সোনিয়া ও অপর একটি পক্ষের মধ্যে মালিকানা দ্বন্দ্ব চলছে। আমি বিষয়টি নিষ্পত্তি করার জন্য নিজের নিয়ন্ত্রণে রেখেছি যাতে এ নিয়ে কোনো অঘটন না ঘটে। কাগজপত্র দেখে সালিস বা আদালত যার পক্ষে রায় দেবে ঘর তাকে বুঝিয়ে দেওয়া হবে। হুমকি দেওয়ার বিষয়টি একেবারেই অসত্য। আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি নিয়ে জল ঘোলা করার জন্য সোনিয়াকে ব্যবহার করছে।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুর রহমান বলেন, ‘সোনিয়া আক্তার আখি নামে একজন নারী থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেব।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঝটিকা মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই সময়ে ফতুল্লায় মিছিলের প্রস্তুতির সময় সাতজনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেরাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তের গুলিতে আহত ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আরিফ শিকদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১ ঘণ্টা আগেবরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
১ ঘণ্টা আগেসাধারণ ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিডেট, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড ও তুসুকা প্যাকেজিং লিমিটেড। নোটিশে বলা হয়, উল্লেখিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারখানার...
১ ঘণ্টা আগে