Ajker Patrika

পাওনা টাকা চাওয়ায় মুদিদোকানিকে হত্যা, গ্রেপ্তার ২  

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পাওনা টাকা চাওয়ায় মুদিদোকানিকে হত্যা, গ্রেপ্তার ২  

পটুয়াখালীর গলাচিপায় মুদি দোকানের বকেয়া পাওনা টাকা চাইলে প্রতিপক্ষের হামলায় ইসমাইল হাওলাদার (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

নিহত ব্যক্তি ওই ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। 

গ্রেপ্তারকৃতরা হলেন–ডাকুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাম হাওলাদারের ছেলে বাহাউদ্দিন (৪০) ও একই এলাকার আলী আশ্রাফ হাওলাদারের ছেলে নূর মোহাম্মদ (৩৫)। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হাওলাদারের মুদির দোকান থেকে গত চার মাস আগে কৃষ্ণপুর গ্রামের হালিম মোল্লার ছেলে রফিক মোল্লা তিন হাজার টাকার পণ্য বাকিতে নেয়। আজ শুক্রবার সকালে রফিক মোল্লা মাটিভাঙ্গা বাজারে আসলে ইসমাইল হাওলাদার তাঁর দোকানের বকেয়া পাওনা টাকা চান। এরই জের ধরে রাত সোয়া ৮টার দিকে রফিক মোল্লা তাঁর দলবল নিয়ে বৃদ্ধ ইসমাইলের দোকানে এসে ছেলে রাকিবের ওপর চড়াও হয়। এ সময় ইসমাইল হাওলাদার বাধা দিলে রফিক মোল্লা তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ইসমাইল ও তাঁর ছেলে রাকিবের ওপর হামলা ও দোকান ভাঙচুর করে। এতে বৃদ্ধ ইসমাইল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ইসমাইলকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত