Ajker Patrika

বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবাকে হত্যা: তিন আসামি রিমান্ডে

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবাকে হত্যার রহস্য উদ্‌ঘাটনে মামলার তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের তিন দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শরিয়াত উল্লাহ তা মঞ্জুর করেন।

এর আগে হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়। বাদীপক্ষের আইনজীবী জিয়াউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন শ্রীরাম চন্দ্র রায়, মো. রফিক ও কালু।

পুলিশ সূত্রে জানা গেছে, ১১ মার্চ দিবাগত রাত ১টার দিকে বরগুনা পৌরসভার কালীবাড়ি এলাকায় নিজ বাড়ির পেছন থেকে ধর্ষণের শিকার মেয়েটির বাবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১২ মার্চ বিকেলে বরগুনা সদর থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয় ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করেছে।

বাদীপক্ষের আইনজীবী মো. জিয়াউদ্দিন বলেন, ধর্ষণের শিকার কিশোরীর বাবাকে হত্যার রহস্য উদ্‌ঘাটনের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা তিন আসামির রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক তাঁদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের জন্য তিন আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। বিচারক তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত