নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে শফিকুল ইসলাম (১১) নামে এক শিশু ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ নেছারাবাদ উপজেলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে আজ রোববার পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
শফিকুল ওই এলাকার মো আব্দুস সালামের ছেলে। শফিকুল গ্রামের পশ্চিম কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
শিশুটির চাচা মো. আলম বলেন, ‘শফিকুল গলায় প্লাস্টিকের ফিতা পেঁচিয়ে নিজেদের ঘরের মধ্যে সবার অগোচরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’ তিনি আরও বলেন, ‘শনিবার বিকেলে তার মা ঘরের বাইরে ছিল। সন্ধ্যার দিকে তার মা ঘরে ঢুকে দেখে শফিকুল ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। এ সময় তাঁর ডাকচিৎকারে সবাই গিয়ে শফিকুলকে নামিয়ে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে জানতে শফিকুলের বাবা আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কী হয়েছে আমি কিছু বলতে পারব না। পরে জানাব।’
শিশু শফিকুলের বিদ্যালয়ের শিক্ষক মো. রনি বলেন, ‘শফিকুল ইসলাম আমাদের বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। সে সুস্থ মস্তিষ্কের এবং সে বেশ নম্র-ভদ্র ছেলে ছিল। তার গলায় ফাঁসের কথা মেনে নেওয়া একপ্রকার অবিশ্বাস্য ব্যাপার।’
ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল আমীন বলেন, ‘শফিকুল ইসলাম একটি সুস্থ শরীরের বাচ্চা মানুষ। শনিবার সন্ধ্যার দিকে তার চাচা আলম ফোন করে জানিয়েছেন, শফিকুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’
এ ঘটনায় নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘শিশুটির পরিবার বলছে, শিশুটি নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তাই পোস্টমর্টেম রিপোর্ট না দেখে আগাম কিছুই বলা যাবে না। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’
পিরোজপুরের নেছারাবাদে শফিকুল ইসলাম (১১) নামে এক শিশু ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ নেছারাবাদ উপজেলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে আজ রোববার পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
শফিকুল ওই এলাকার মো আব্দুস সালামের ছেলে। শফিকুল গ্রামের পশ্চিম কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
শিশুটির চাচা মো. আলম বলেন, ‘শফিকুল গলায় প্লাস্টিকের ফিতা পেঁচিয়ে নিজেদের ঘরের মধ্যে সবার অগোচরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’ তিনি আরও বলেন, ‘শনিবার বিকেলে তার মা ঘরের বাইরে ছিল। সন্ধ্যার দিকে তার মা ঘরে ঢুকে দেখে শফিকুল ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। এ সময় তাঁর ডাকচিৎকারে সবাই গিয়ে শফিকুলকে নামিয়ে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে জানতে শফিকুলের বাবা আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কী হয়েছে আমি কিছু বলতে পারব না। পরে জানাব।’
শিশু শফিকুলের বিদ্যালয়ের শিক্ষক মো. রনি বলেন, ‘শফিকুল ইসলাম আমাদের বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। সে সুস্থ মস্তিষ্কের এবং সে বেশ নম্র-ভদ্র ছেলে ছিল। তার গলায় ফাঁসের কথা মেনে নেওয়া একপ্রকার অবিশ্বাস্য ব্যাপার।’
ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল আমীন বলেন, ‘শফিকুল ইসলাম একটি সুস্থ শরীরের বাচ্চা মানুষ। শনিবার সন্ধ্যার দিকে তার চাচা আলম ফোন করে জানিয়েছেন, শফিকুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’
এ ঘটনায় নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘শিশুটির পরিবার বলছে, শিশুটি নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তাই পোস্টমর্টেম রিপোর্ট না দেখে আগাম কিছুই বলা যাবে না। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে