Ajker Patrika

ফেরিঘাটের গ্যাংওয়ে দেবে যাওয়ায় কাউখালী-স্বরূপকাঠি সড়ক যোগাযোগ বন্ধ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
ফেরিঘাটের গ্যাংওয়ে দেবে যাওয়ায় কাউখালী-স্বরূপকাঠি সড়ক যোগাযোগ বন্ধ

পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের কাউখালী আমরাজুড়ী ফেরিঘাটের গ্যাংওয়ে দেবে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা নদীর ভাঙনে গ্যাংওয়ে দেবে যাওয়ার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে এই পথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, সন্ধ্যা নদীর তীরে গাবখান চ্যানেলের মোহনায় আমরাজুড়ী ফেরিঘাট। পিরোজপুর-কাউখালী-স্বরূপকাঠি সড়কপথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই ফেরি। দীর্ঘদিন ধরে ফেরিঘাট এলাকায় একের পর এক ভাঙনের কারণে বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। সরকারিভাবে জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধ করা যায়নি। তার ওপর আজ সকাল থেকে ফেরির গ্যাংওয়ে দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ব্যাপারে জানতে চাইলে আমরাজুড়ী ঘাটের ফেরির ইজারাদার আকবর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ফেরি বিভাগের লোকজন কাজ করছে। আজই ফেরি চালু করা সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত