Ajker Patrika

এসএমএসের মাধ্যমে চালের বাজার অস্থির করা হচ্ছে: বরিশালে ভোক্তার ডিজি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২২: ৪১
এসএমএসের মাধ্যমে চালের বাজার অস্থির করা হচ্ছে: বরিশালে ভোক্তার ডিজি

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, চালের বাজার নিয়ন্ত্রণ হয় মোবাইল ফোনের মাধ্যমে। মোবাইলে এসএমএসের (খুদে বার্তার) মাধ্যমে নিত্যপণ্যের বাজার অস্থির করা হয়। এটা যারা করছে তাদের বিরুদ্ধে প্রতিটি জেলা, উপজেলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আজ শনিবার বরিশাল নগরীর ফরিয়াপট্টি, চকবাজার এলাকার পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

ভোক্তার ডিজি বলেন, ‘চালের বাজার অস্থির করতে অসাধু ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়েছে। একজন দাম বাড়ালে বাকিরাও বাড়ায়। মাঝেমধ্যে সুযোগ নিয়ে ১৭ কোটি ভোক্তাকে প্রতারিত করছে ক্ষুদ্র কয়েকটি স্বার্থান্বেষী গোষ্ঠী। এর আগে আলু, ব্রয়লার মুরগি, ডিম নিয়ে যা করছে; আজ চাল, কাল পেঁয়াজ নিয়েও তা করা হচ্ছে।’ 

মহাপরিচালক আরও বলেন, মোকামে চালের দাম বাড়ানোর পেছনে একটি চক্র সারা দেশে ধানের দাম বেড়েছে বলে প্রচার করছে। ধানের দাম যদি বেড়েও থাকে সেই চালটা তো দুই মাস পরে আসবে। 

সফিকুজ্জামান বলেন, আসন্ন রমজান উপলক্ষে ডাল, চিনি, তেলসহ অন্য পণ্য নিয়ে যাতে ব্যবসায়ীরা কারসাজি করতে না পারে, সে জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে।
 
অপর দিকে বরিশালের পাইকারি মার্কেটে পাওয়া খোলা ভোজ্যতেলের অপরিষ্কার ড্রাম দেখে অসন্তোষ প্রকাশ করেন ভোক্তার ডিজি। 

তিনি বলেন, ভোজ্যতেলের ক্ষেত্রে লেভেলহীন ড্রামে করে পাম তেল, সুপার পাম এবং সয়াবিন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এগুলোর দামেও বড় পার্থক্য রয়েছে। 

বাজার পরিদর্শন শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে চাল, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভায় অংশ নেন মহাপরিচালক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত