নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, চালের বাজার নিয়ন্ত্রণ হয় মোবাইল ফোনের মাধ্যমে। মোবাইলে এসএমএসের (খুদে বার্তার) মাধ্যমে নিত্যপণ্যের বাজার অস্থির করা হয়। এটা যারা করছে তাদের বিরুদ্ধে প্রতিটি জেলা, উপজেলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ শনিবার বরিশাল নগরীর ফরিয়াপট্টি, চকবাজার এলাকার পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভোক্তার ডিজি বলেন, ‘চালের বাজার অস্থির করতে অসাধু ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়েছে। একজন দাম বাড়ালে বাকিরাও বাড়ায়। মাঝেমধ্যে সুযোগ নিয়ে ১৭ কোটি ভোক্তাকে প্রতারিত করছে ক্ষুদ্র কয়েকটি স্বার্থান্বেষী গোষ্ঠী। এর আগে আলু, ব্রয়লার মুরগি, ডিম নিয়ে যা করছে; আজ চাল, কাল পেঁয়াজ নিয়েও তা করা হচ্ছে।’
মহাপরিচালক আরও বলেন, মোকামে চালের দাম বাড়ানোর পেছনে একটি চক্র সারা দেশে ধানের দাম বেড়েছে বলে প্রচার করছে। ধানের দাম যদি বেড়েও থাকে সেই চালটা তো দুই মাস পরে আসবে।
সফিকুজ্জামান বলেন, আসন্ন রমজান উপলক্ষে ডাল, চিনি, তেলসহ অন্য পণ্য নিয়ে যাতে ব্যবসায়ীরা কারসাজি করতে না পারে, সে জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে।
অপর দিকে বরিশালের পাইকারি মার্কেটে পাওয়া খোলা ভোজ্যতেলের অপরিষ্কার ড্রাম দেখে অসন্তোষ প্রকাশ করেন ভোক্তার ডিজি।
তিনি বলেন, ভোজ্যতেলের ক্ষেত্রে লেভেলহীন ড্রামে করে পাম তেল, সুপার পাম এবং সয়াবিন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এগুলোর দামেও বড় পার্থক্য রয়েছে।
বাজার পরিদর্শন শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে চাল, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভায় অংশ নেন মহাপরিচালক।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, চালের বাজার নিয়ন্ত্রণ হয় মোবাইল ফোনের মাধ্যমে। মোবাইলে এসএমএসের (খুদে বার্তার) মাধ্যমে নিত্যপণ্যের বাজার অস্থির করা হয়। এটা যারা করছে তাদের বিরুদ্ধে প্রতিটি জেলা, উপজেলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ শনিবার বরিশাল নগরীর ফরিয়াপট্টি, চকবাজার এলাকার পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভোক্তার ডিজি বলেন, ‘চালের বাজার অস্থির করতে অসাধু ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়েছে। একজন দাম বাড়ালে বাকিরাও বাড়ায়। মাঝেমধ্যে সুযোগ নিয়ে ১৭ কোটি ভোক্তাকে প্রতারিত করছে ক্ষুদ্র কয়েকটি স্বার্থান্বেষী গোষ্ঠী। এর আগে আলু, ব্রয়লার মুরগি, ডিম নিয়ে যা করছে; আজ চাল, কাল পেঁয়াজ নিয়েও তা করা হচ্ছে।’
মহাপরিচালক আরও বলেন, মোকামে চালের দাম বাড়ানোর পেছনে একটি চক্র সারা দেশে ধানের দাম বেড়েছে বলে প্রচার করছে। ধানের দাম যদি বেড়েও থাকে সেই চালটা তো দুই মাস পরে আসবে।
সফিকুজ্জামান বলেন, আসন্ন রমজান উপলক্ষে ডাল, চিনি, তেলসহ অন্য পণ্য নিয়ে যাতে ব্যবসায়ীরা কারসাজি করতে না পারে, সে জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে।
অপর দিকে বরিশালের পাইকারি মার্কেটে পাওয়া খোলা ভোজ্যতেলের অপরিষ্কার ড্রাম দেখে অসন্তোষ প্রকাশ করেন ভোক্তার ডিজি।
তিনি বলেন, ভোজ্যতেলের ক্ষেত্রে লেভেলহীন ড্রামে করে পাম তেল, সুপার পাম এবং সয়াবিন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এগুলোর দামেও বড় পার্থক্য রয়েছে।
বাজার পরিদর্শন শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে চাল, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভায় অংশ নেন মহাপরিচালক।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে।
৫ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
১২ মিনিট আগেমচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া।
১৫ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় বসেছেন। আজ সোমবার দুপুরে এই আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এর আগে আমরণ অনশনের আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যা...
২০ মিনিট আগে