Ajker Patrika

মাছ ধরে বাড়ি ফেরা হলো না আজিজের

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৪৭
মাছ ধরে বাড়ি ফেরা হলো না আজিজের

ঝালকাঠির নলছিটিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. আবদুল আজিজ হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার খাওক্ষীর গ্রামের একটি ধান খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর দুই হাতে মাছ ধরার কাজে ব্যবহৃত জাল পাওয়া যায়। তিনি উপজেলার মগর ইউনিয়নের খাওক্ষীর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে আসরের নামাজের পরে আবদুল আজিজ মাছ ধরার উদ্দেশ্যে জাল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর বাড়ি না ফিরলে সারা রাত তাঁকে খোঁজাখুঁজি করা হয়। পরে সোমবার সকালে এলাকার শামীম হাওলাদারের বাড়ির সামনে একটি ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার বাম পায়ের তালু সম্পূর্ণ পোড়া ছিল। ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়েই তিনি মারা গিয়েছেন।

এলাকার দফাদার মামুন হাওলাদার জানান, রোববার দুপুর সাড়ে ৩টার দিকে ভারী বর্ষণের ফলে গাছ উপড়ে পড়ে এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে বেশ কিছু পরিবারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়। যে স্থানে তার ছিঁড়ে পড়েছিল সেই জায়গা থেকেই সোমবার সকালে আজিজ হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত