বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, অটোরিকশাচালক নিহত

বরগুনা প্রতিনিধি
Thumbnail image

বরগুনায় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটির চালক জসিম উদ্দিন (৩৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকল সাড়ে সাতটার দিকে বরগুনা-নিশানবাড়ি সড়কের বৈঠাঘাটা আলোর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

জসিম উদ্দিন সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল গ্রামের মজিবুল হকের ছেলে। 

স্থানীয়রা জানান, পরিরখাল থেকে ৪ যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশে আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথে আলোর দোকান নামক স্থানে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। তখন ঘটনাস্থলেই চালক নিহত হন। চার যাত্রীকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বরগুনা সদর থানার ওসি কেএম মিজানুর রহমান বলেন, এটা একটা আকস্মিক মৃত্যু। তাই স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত