Ajker Patrika

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নারী স্বজনদের থানা ঘেরাও, বিএনপি কর্মীদের বাধা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২১: ১৫
ফাইল ছবি
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন নারী স্বজনেরা। এ সময় তাঁদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার আড়াইহাজার থানার গেটে এ ঘটনা ঘটে।

এর আগে গতকাল রোববার রাতে উপজেলার কল্যান্দী এলাকা থেকে ছাত্রলীগ নেতা সাগর হাসানকে গ্রেপ্তারের কথা জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

গ্রেপ্তার সাগর সরকারি সফর আলী কলেজের শিক্ষার্থী ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, সাগর দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। তাঁর বিরুদ্ধে একটি ঋণখেলাপি মামলার ওয়ারেন্টও রয়েছে। তিন মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে গ্রেপ্তারের পর আজ সকালে সাগরকে ছাড়িয়ে নিতে থানার সামনে জড়ো হন তাঁর স্বজনেরা। পরে তাঁরা সাগরকে ‘নির্দোষ’ দাবি করে থানার সামনে উচ্চবাচ্য করেন। একপর্যায়ে থানার প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ। কিছুক্ষণ পর বিএনপি-ছাত্রদলের নারী কর্মীরা এসে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেন, ‘আমরা বাড়ির নারীরা থানায় গিয়ে জানতে চেয়েছি, কোন মামলায় সাগরকে গ্রেপ্তার করা হইছে। কিন্তু পুলিশ যখন তথ্য দিচ্ছিল না, উল্টো বিএনপির লোকজনকে খবর দিয়ে আমাদের ওপর হামলা করিয়েছে।’

এ বিষয়ে ওসি এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ নেতার নারী স্বজনেরা থানার সামনে হট্টগোল করছিল। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নারী কর্মীরা থানার সামনে এলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। থানার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত