Ajker Patrika

পাথরঘাটায় গুলিবিদ্ধ মৃত হরিণ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটায় গুলিবিদ্ধ মৃত হরিণ উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা ইকোপার্কের ভেতর থেকে গুলিবিদ্ধ মৃত একটি হরিণ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর দেড়টার দিকে বন বিভাগের হরিণঘাটা বনের ভেতরের পুকুর থেকে মৃত্যু অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর চরদুয়ানী খাল এলাকা থেকে ২০০ কেজি হরিণের মাংস উদ্ধার করে নৌপুলিশ ও বন বিভাগের সদস্যরা।

বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন আজকের পত্রিকাকে বলেন, হরিণঘাটা বনের ভেতর টহল দেওয়ার সময় একটি হরিণ পুকুরে পরে থাকতে দেখে কাছে যান বন বিভাগের সদস্যরা। সেখানে গিয়ে হরিণটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য পাথরঘাটা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে আসা হয়। পাথরঘাটা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের কর্মকর্তা ডা. অরবিন্দ দাস বলেন, ‘হরিণের শরীরে গুলির চিহ্ন রয়েছে।’

এদিকে চরদুয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম সরদার বলেন, শনিবার দিবাগত ভোররাতে সুন্দরবন সংলগ্ন পাথরঘাটার বলেশ্বর নদীর চরদুয়ানীর খাল এলাকা থেকে পাচারের সময় ২০০ কেজি হরিনের মাংস উদ্ধার করেছে চরদুয়ানী নৌ পুলিশ ও বন বিভাগের সদস্যরা। এ সময় হরিনের মাংস বহনকারী একটি ট্রলার জব্দ করতে পারলেও হরিনের মাংস পাচারকারীরা পালিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত