Ajker Patrika

নেছারাবাদে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের নেছারাবাদে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার সুটিয়াকাঠি গ্রামের জোড়া ব্রিজসংলগ্ন তারাবুনিয়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা ওই খালে ভাসমান লাশ দেখতে পেয়ে থানা-পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, নিহতের পরনে কালো জিনসের প্যান্ট, গায়ে ব্লু রঙের টিশার্ট ও জ্যাকেট ছিল, বয়স আনুমানিক ২৮ বছর। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তে জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত