Ajker Patrika

পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আগামীকাল

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আগামীকাল

দীর্ঘ ১৮ বছর পর পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হচ্ছে আগামীকাল শনিবার। শহীদ আলাউদ্দিন শিশুপার্কে সকাল ১০টায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ সম্মেলনকেন্দ্রের আশপাশে শোভা পাচ্ছে বিভিন্ন নেতার ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও তোরণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটিতে পরিচ্ছন্ন নেতৃত্ব আসবে।

এই সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক মো. আফজালুর রহমান বাবুসহ স্থানীয় সংসদ সদস্যরা। 

এদিকে সম্মেলন ঘিরে সংগঠনের ঝিমিয়ে পড়া নেতা কর্মীরা এরই মধ্যে ফের চাঙা হয়ে উঠেছে। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা নিজেদের পক্ষের পাল্লা ভারী করতে সংগঠনের তৃণমূলের নেতা কর্মীদের সমর্থন আদায়ের জন্য এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। 

সংগঠন সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছাসেবক লীগের পটুয়াখালী জেলা কমিটি গঠিত হয়। ৫৩ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন মো. শহিদ মিয়া ও সাধারণ সম্পাদক হন অ্যাডভোকেট উজ্জ্বল বোস। ২০১০ সালের ৩১ মে সভাপতি শহিদ মিয়া মারা গেলে সংগঠনের সহসভাপতি মো. শাহানুর হক ব্যাপারীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। 

অন্যদিকে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বোস ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২০১৯ সালের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এতে দুর্বল হয়ে পড়ে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম। 

খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনের সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। 

এ ব্যাপারে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বোস বলেন, সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে। দীর্ঘ দিন পর সম্মেলন হওয়ায় নেতা কর্মীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। 

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘জেলা স্বেচ্ছাসেবক লীগের এবারের কমিটিতে নতুন নেতৃত্ব আসা উচিত। বিশেষ করে যাদের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ নেই। এ ছাড়া যারা সংগঠনের নিবেদিত ও ত্যাগী কর্মী তাদের হাতেই নেতৃত্ব তুলে দেওয়া উচিত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত