Ajker Patrika

ঝালকাঠিতে কারফিউ ভঙ্গ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে কারফিউ ভঙ্গ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝালকাঠিতে কারফিউ ভঙ্গ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর তাঁরা একত্রিত হয়ে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করের। পরবর্তীতে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ফায়ার সার্ভিস মোড়ে অবস্থান নেন। এ সময় শহরের কোথাও সরকার দলীয় লোকদের দেখা যায়নি। 

ফায়ার সার্ভিস মোড়ে অসংখ্য পুলিশ সদস্য মোতায়েন থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি দেখে তাঁরা নিরাপদ স্থানে অবস্থান নেন। 

দুপুর পৌনে ২টায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহিতুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামসহ থানা-পুলিশ ও সেনা সদস্যরা এসে কোথায় কোনো অগ্নিসংযোগ না করে শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেন। এ সময় তাঁদের পক্ষ থেকে আরও জানানো হয় দুপুর ৩টার সেনাপ্রধান ভাষণ দেবেন। সেই পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় যতক্ষণ পর্যন্ত তাঁদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারাই আন্দোলন চালিয়ে যাবে। 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এখন পর্যন্ত শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত