Ajker Patrika

পটুয়াখালীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ২

পটুয়াখালী প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে সদর থানা-পুলিশ। এ ঘটনায় জড়িত রাসেল মিঠু (৩০) ও রাহাত (২২) নামে দুজনকে আটক করেছে পুলিশ।  

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভিকটিম ও ভিকটিমের দাদি বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে ভিকটিম নিজ বসতঘর থেকে পাশে চাচার বসতঘরে যাওয়ার সময় পাশের ছোট আউলিয়াপুর গ্রামের মিঠু (৩০), মিরাজ (২৮) ও রানা (৩২) মুখ চেপে ধরে বাগানে নিয়ে যান এবং তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন। তিনজন মিলে তাঁকে তুলে নিলেও ওই বাগানে আরও তিন-চারজন আগে থেকে অবস্থান করছিলেন।

মেয়েটির দাদি বলেন, ‘ওরা প্রতিদিন রাতে বাগানে বসে তাস খেলে ও নেশা করে। ওদেরকে নিষেধ করলেও শোনে না। আমি এর বিচার চাই।’

সদর থানার এসআই মো. কামরুল বলেন, এ ঘটনায় রাসেল মিঠু (৩০) ও রাহাত (২২) নামের দুজনকে আটক করা হয়েছে।

সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত