Ajker Patrika

ঝালকাঠিতে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের সংস্কার দাবি

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের সংস্কার দাবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের ভবন মেরামত ও নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠির হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

মানববন্ধন চলাকালেহিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমি আক্তার, মেহেনাচ আক্তার, সচীন দেবনাথ, দ্বীপজয় বেপারী ও তমা খানম বক্তব্য রাখে। 

বক্তারা বলে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের টিনের চালা উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রেণি কক্ষে পাঠদান করা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে ক্লাস করতে হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দ্রুত ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বিধ্বস্ত টিনের ভবন মেরামত এবং একটি নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত