নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মোহামেডান ক্লাব পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ রক্ষা কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এ উপলক্ষে উন্মুক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের গুঁড়িয়ে দেওয়া ক্লাবের জমিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। আজকের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ রক্ষা কমিটির আন্দোলনের প্রতি সমর্থন জানান। কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্যসচিব নজরুল ইসলাম খান বলেন, রাতের আঁধারে ক্লাব ভবন গুঁড়িয়ে দেওয়া ও ক্লাবের জমি দখল আপাতত সফল হলেও তা দীর্ঘস্থায়ী হবে না। বরিশালে সব স্তরের নাগরিক আন্দোলন করে তাদের হারানো ঐতিহ্যের সম্পদ পুনরুদ্ধার করবেই।
এ সময় ক্লাবের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বলা হয়, বরিশাল মোহামেডান ক্লাব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাগরণের প্রতীক। ক্লাবটি স্বাধীনতার পর বরিশালের ক্রীড়া উন্নয়নে অবদান রেখেছে। ১৯৩৭ সালে তৎকালীন জমিদার সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ছেলে সৈয়দ ফজলে রাব্বী সদর রোড মৌজায় ৩৩০ শতাংশ জমি দান করেছিলেন। ওই জমিতে ১৯৪২ সালে বরিশাল মোহামেডান স্পোর্টিং স্থাপিত হয়। পরবর্তী সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেক্রেটারির অনুকূলে বিএস পর্চা অনুসারে অধিভুক্ত হয়।
সূত্রমতে, ঢাকা মোহামেডান ক্লাবের আগে বরিশাল মোহামেডান ক্লাব হয়েছে। ১৯৩৮ সালে বরিশালের তৎকালীন বেলস পার্ক মাঠে (বর্তমানে বঙ্গবন্ধু উদ্যান) কলকাতা মোহামেডানে ক্লাব ও বরিশাল মোহামেডান ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা এবায়েদুল হক চান, কমিউনিস্ট লীগের অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাসদের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সাবেক ফুটবলার গাজী সাইফুর রহমান দুলাল, সম্মিলিত সামাজিক আন্দোলনের কাজী এনায়েত হোসেন শিপলু প্রমুখ।
গত ১১ জানুয়ারি গভীর রাতে দক্ষিণ সদর রোডে মোহামেডান ক্লাবের আধা পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। তারা ক্লাবের আসবাবপত্রও নিয়ে যায়। ক্লাবের জমি পাশের বঙ্গবন্ধু অডিটরিয়ামের জমির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোনো দাপ্তরিক বক্তব্য দিচ্ছে না।
বরিশাল মোহামেডান ক্লাব পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ রক্ষা কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এ উপলক্ষে উন্মুক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের গুঁড়িয়ে দেওয়া ক্লাবের জমিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। আজকের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ রক্ষা কমিটির আন্দোলনের প্রতি সমর্থন জানান। কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্যসচিব নজরুল ইসলাম খান বলেন, রাতের আঁধারে ক্লাব ভবন গুঁড়িয়ে দেওয়া ও ক্লাবের জমি দখল আপাতত সফল হলেও তা দীর্ঘস্থায়ী হবে না। বরিশালে সব স্তরের নাগরিক আন্দোলন করে তাদের হারানো ঐতিহ্যের সম্পদ পুনরুদ্ধার করবেই।
এ সময় ক্লাবের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বলা হয়, বরিশাল মোহামেডান ক্লাব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাগরণের প্রতীক। ক্লাবটি স্বাধীনতার পর বরিশালের ক্রীড়া উন্নয়নে অবদান রেখেছে। ১৯৩৭ সালে তৎকালীন জমিদার সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ছেলে সৈয়দ ফজলে রাব্বী সদর রোড মৌজায় ৩৩০ শতাংশ জমি দান করেছিলেন। ওই জমিতে ১৯৪২ সালে বরিশাল মোহামেডান স্পোর্টিং স্থাপিত হয়। পরবর্তী সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেক্রেটারির অনুকূলে বিএস পর্চা অনুসারে অধিভুক্ত হয়।
সূত্রমতে, ঢাকা মোহামেডান ক্লাবের আগে বরিশাল মোহামেডান ক্লাব হয়েছে। ১৯৩৮ সালে বরিশালের তৎকালীন বেলস পার্ক মাঠে (বর্তমানে বঙ্গবন্ধু উদ্যান) কলকাতা মোহামেডানে ক্লাব ও বরিশাল মোহামেডান ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা এবায়েদুল হক চান, কমিউনিস্ট লীগের অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাসদের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সাবেক ফুটবলার গাজী সাইফুর রহমান দুলাল, সম্মিলিত সামাজিক আন্দোলনের কাজী এনায়েত হোসেন শিপলু প্রমুখ।
গত ১১ জানুয়ারি গভীর রাতে দক্ষিণ সদর রোডে মোহামেডান ক্লাবের আধা পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। তারা ক্লাবের আসবাবপত্রও নিয়ে যায়। ক্লাবের জমি পাশের বঙ্গবন্ধু অডিটরিয়ামের জমির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোনো দাপ্তরিক বক্তব্য দিচ্ছে না।
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
৩৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া এলাকায় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
৪৩ মিনিট আগেটইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না আসায় গতকাল দিবাগত রাত থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট দিয়ে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
১ ঘণ্টা আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
১ ঘণ্টা আগে