নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মোহামেডান ক্লাব পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ রক্ষা কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এ উপলক্ষে উন্মুক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের গুঁড়িয়ে দেওয়া ক্লাবের জমিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। আজকের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ রক্ষা কমিটির আন্দোলনের প্রতি সমর্থন জানান। কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্যসচিব নজরুল ইসলাম খান বলেন, রাতের আঁধারে ক্লাব ভবন গুঁড়িয়ে দেওয়া ও ক্লাবের জমি দখল আপাতত সফল হলেও তা দীর্ঘস্থায়ী হবে না। বরিশালে সব স্তরের নাগরিক আন্দোলন করে তাদের হারানো ঐতিহ্যের সম্পদ পুনরুদ্ধার করবেই।
এ সময় ক্লাবের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বলা হয়, বরিশাল মোহামেডান ক্লাব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাগরণের প্রতীক। ক্লাবটি স্বাধীনতার পর বরিশালের ক্রীড়া উন্নয়নে অবদান রেখেছে। ১৯৩৭ সালে তৎকালীন জমিদার সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ছেলে সৈয়দ ফজলে রাব্বী সদর রোড মৌজায় ৩৩০ শতাংশ জমি দান করেছিলেন। ওই জমিতে ১৯৪২ সালে বরিশাল মোহামেডান স্পোর্টিং স্থাপিত হয়। পরবর্তী সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেক্রেটারির অনুকূলে বিএস পর্চা অনুসারে অধিভুক্ত হয়।
সূত্রমতে, ঢাকা মোহামেডান ক্লাবের আগে বরিশাল মোহামেডান ক্লাব হয়েছে। ১৯৩৮ সালে বরিশালের তৎকালীন বেলস পার্ক মাঠে (বর্তমানে বঙ্গবন্ধু উদ্যান) কলকাতা মোহামেডানে ক্লাব ও বরিশাল মোহামেডান ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা এবায়েদুল হক চান, কমিউনিস্ট লীগের অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাসদের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সাবেক ফুটবলার গাজী সাইফুর রহমান দুলাল, সম্মিলিত সামাজিক আন্দোলনের কাজী এনায়েত হোসেন শিপলু প্রমুখ।
গত ১১ জানুয়ারি গভীর রাতে দক্ষিণ সদর রোডে মোহামেডান ক্লাবের আধা পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। তারা ক্লাবের আসবাবপত্রও নিয়ে যায়। ক্লাবের জমি পাশের বঙ্গবন্ধু অডিটরিয়ামের জমির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোনো দাপ্তরিক বক্তব্য দিচ্ছে না।
বরিশাল মোহামেডান ক্লাব পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ রক্ষা কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এ উপলক্ষে উন্মুক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের গুঁড়িয়ে দেওয়া ক্লাবের জমিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। আজকের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ রক্ষা কমিটির আন্দোলনের প্রতি সমর্থন জানান। কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্যসচিব নজরুল ইসলাম খান বলেন, রাতের আঁধারে ক্লাব ভবন গুঁড়িয়ে দেওয়া ও ক্লাবের জমি দখল আপাতত সফল হলেও তা দীর্ঘস্থায়ী হবে না। বরিশালে সব স্তরের নাগরিক আন্দোলন করে তাদের হারানো ঐতিহ্যের সম্পদ পুনরুদ্ধার করবেই।
এ সময় ক্লাবের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বলা হয়, বরিশাল মোহামেডান ক্লাব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাগরণের প্রতীক। ক্লাবটি স্বাধীনতার পর বরিশালের ক্রীড়া উন্নয়নে অবদান রেখেছে। ১৯৩৭ সালে তৎকালীন জমিদার সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ছেলে সৈয়দ ফজলে রাব্বী সদর রোড মৌজায় ৩৩০ শতাংশ জমি দান করেছিলেন। ওই জমিতে ১৯৪২ সালে বরিশাল মোহামেডান স্পোর্টিং স্থাপিত হয়। পরবর্তী সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেক্রেটারির অনুকূলে বিএস পর্চা অনুসারে অধিভুক্ত হয়।
সূত্রমতে, ঢাকা মোহামেডান ক্লাবের আগে বরিশাল মোহামেডান ক্লাব হয়েছে। ১৯৩৮ সালে বরিশালের তৎকালীন বেলস পার্ক মাঠে (বর্তমানে বঙ্গবন্ধু উদ্যান) কলকাতা মোহামেডানে ক্লাব ও বরিশাল মোহামেডান ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা এবায়েদুল হক চান, কমিউনিস্ট লীগের অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাসদের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সাবেক ফুটবলার গাজী সাইফুর রহমান দুলাল, সম্মিলিত সামাজিক আন্দোলনের কাজী এনায়েত হোসেন শিপলু প্রমুখ।
গত ১১ জানুয়ারি গভীর রাতে দক্ষিণ সদর রোডে মোহামেডান ক্লাবের আধা পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। তারা ক্লাবের আসবাবপত্রও নিয়ে যায়। ক্লাবের জমি পাশের বঙ্গবন্ধু অডিটরিয়ামের জমির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোনো দাপ্তরিক বক্তব্য দিচ্ছে না।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় ইছামতী নদীর ওপর এবং তুলসীখালী এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুটি গুরুত্বপূর্ণ সেতুর একটি আংশিক, আরেকটি পুরোপুরি অন্ধকারে থাকে। দীর্ঘদিন ধরে এসব সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও কোনো আলো জ্বলছে না। ফলে সন্ধ্যার পর এলাকা দুটি ডুবে যায়
২৩ মিনিট আগেঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের আত্মার শান্তি কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় খাগড়াছড়িতে পঞ্চশীল ও প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেনগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ...
৪ ঘণ্টা আগে