Ajker Patrika

বৃহস্পতিবার ভোলায় হরতালের ডাক বিএনপির

ভোলা প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২৩: ১৮
বৃহস্পতিবার ভোলায় হরতালের ডাক বিএনপির

জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে ভোলায় বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে ভোলা জেলা বিএনপি।

আজ বুধবার ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান এ কর্মসূচি ঘোষণা করেন।

নুরে আলমের মৃত্যুর ঘটনায় আজ বুধবার বিকেলে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ভোলা জেলা বিএনপির নেতা-কর্মীরা। বিকেল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এ সময় আন্দোলনকারীরা সরকার ও পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ সমাবেশ থেকে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর আগামীকাল বৃহস্পতিবার আলম ও রহিম হত্যার বিচার চেয়ে হরতালের ডাক দেন।

বিএনপির হরতালের ঘোষণায় জেলা বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের সদস্যরাও সতর্ক অবস্থায় রয়েছে। এতে শহরজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে ছাত্রদল নেতা নুরে আলমের জানাজায় অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জহির উদ্দিন স্বপন, বিলকিস জাহান শিরিন, এ বি এম মোশাররফ হোসেন, হায়দার আলী লেলিনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আসছেন বলে জানিয়েছেন গোলাম নবী আলমগীর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত